iPhone 11 কে টেক্কা, সাত মাসেই iPhone 12 সিরিজের বিক্রি ১০০ মিলিয়ন ইউনিট ছাড়ালো

অতিমারির দ্বিতীয় ঢেউ সত্ত্বেও Apple iPhone 12 সংস্করণের বিজয়রথ দ্রুত বেগে ছুটে চলেছে। আইফোনের উক্ত ভ্যারিয়েন্ট অ্যাপলের (Apple) বিক্রির পূর্ববর্তী সমস্ত হিসাবকে ছাপিয়ে গিয়েছে। এর কাছে ম্লান হয়ে গিয়েছে iPhone 11 মডেলের অর্জিত গৌরব! আমরা নই, বরং প্রখ্যাত সমীক্ষাকারী সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ (Counterpoint Reseach) এ ব্যাপারে সর্বপ্রথম সুস্পষ্ট তথ্য সামনে এনেছে। তাদের সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ ফলাফল যেখানে অতিমারি সত্ত্বেও মাত্র সাত মাসে iPhone 12 সিরিজের ১০০ মিলিয়নেরও বেশী ইউনিট বিক্রির হিসেব পাওয়া যাচ্ছে। এই ঘটনা থেকে এটা স্পষ্ট যে অ্যাপল আইফোনের বিগত সমস্ত ভ্যারিয়েন্টের মধ্যে iPhone 12 সিরিজের ফোনগুলিই সর্বাধিক বিক্রিত। সেদিক দিয়ে দেখতে গেলে iPhone 6 সংস্করণের পর উল্লিখিত ভ্যারিয়েন্টটিই অ্যাপল পরিবারের সর্বাধিক জনপ্রিয় সদস্য।

iPhone 12 সিরিজ সাত মাসে ১০০ মিলয়ন বিক্রির কারণে

মাত্র সাত মাসে ১০০ মিলিয়ন বিক্রির গণ্ডি পেরিয়ে যাওয়ার পিছনে কোন্ কোন্ কারণ রয়েছে তা অনুসন্ধান করতে গিয়ে কাউন্টারপয়েন্টের সমীক্ষকেরা একাধিক তথ্য তুলে এনেছেন। তাদের মতে iPhone 12 পরিবারের প্রতিটি সদস্যই 5G কানেক্টিভিটি যুক্ত, যা এর ব্যাপক বিক্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাছাড়া এই সিরিজের নন-প্রো মডেলগুলিতেও ওএলইডি (OLED) ডিসপ্লে ব্যবহার করার ফলে তা বিশ্বের জনপসন্দ হয়ে উঠেছে! এই সিরিজের ফোনগুলির চাহিদা এতটাই বেশি যে তা iPhone 11 সিরিজের রেকর্ড বিক্রির হিসেবকে তার থেকে অনেক কম সময়েই ছুঁয়ে ফেলেছে।

আবার iPhone 11 Pro Max -এর মতো আলোচ্য সিরিজের iPhone 12 Pro Max ভ্যারিয়েন্ট বিক্রি হয়েছে সব থেকে বেশী। সেক্ষেত্রে iPhone 12 Pro Max মোট বিক্রির প্রায় ২৯ শতাংশ নিজের দখলে রেখেছে। মনে করিয়ে দিই, iPhone 11 Pro Max ডিভাইসটি সেই সিরিজের মোট বিক্রির প্রায় ২৫ শতাংশের উপরে ভাগ বসায়। অর্থাৎ কার্যক্ষেত্রে তা iPhone 12 -এর সর্বোচ্চ ভ্যারিয়েন্টটির বিক্রির তুলনায় পিছিয়ে রয়েছে। সবথেকে বড় কথা, অ্যাপলের ডিভাইসগুলির গড় বাজার মূল্য বেশী হলেও লোকেরা এর প্রো ভার্সন কেনার দিকেই ঝুঁকছেন।

iPhone 12 সিরিজের ব্যাপক বিক্রির ফলে অন্যান্য মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলি যে ঈর্ষান্বিত হবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে নতুন ডিভাইসের সঙ্গে চার্জার বা হেডফোন না দেওয়া সত্ত্বেও ক্রেতারা ঠিক কোন হাতছানিতে অ্যাপলের কাছে ধরা পড়ছেন, বিস্ময় রয়েছে সেটা নিয়েও। খোদ আমেরিকাতেই iPhone 12 এর সর্বোৎকৃষ্ট সংস্করণটি বেস্টসেলার! ২০২০ সালের ডিসেম্বর থেকেই সেখানে iPhone 12 Pro Max -এর রমরমা চলছে।

কাউন্টারপয়েন্টের সমীক্ষকেরা আরেকটি বিষয়ও খেয়াল করেছেন। বিশ্বব্যাপী অতিমারির ফলে iPhone 11 সিরিজের বিক্রিতে উল্লেখযোগ্য প্রভাব পড়েছিল। কিন্তু iPhone 12 সিরিজের বিক্রির কাছে সব বাধাবিঘ্ন যেন তুচ্ছ হয়ে গেছে!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন