দাম প্রায় ৭০ হাজার টাকা, বাজারে এল Hero-র Destiny 125 Platinum এডিশন স্কুটার

হিরো মোটো কর্প (Hero Moto Corp) তাদের স্কুটার পোর্টফোলিও আরও শক্তিশালী করার লক্ষ্যে Destiny 125 স্কুটারের নতুন এডিশন বাজারে নিয়ে এল। বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা Hero আজ Destiny 125 Platinum এডিশন স্কুটার লঞ্চের ঘোষণা করেছে। রেগুলার ভ্যারিয়েন্টের সঙ্গে মেকানিক্যাল স্পেসিফিকেশনের মিল থাকলও, স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার জন্য প্ল্যাটিনাম এডিশনে নতুন ডিজাইন ও থিম এলিমেন্ট রাখা হয়েছে৷ সেগুলি কী কী এবার দেখে নেওয়া যাক।

Heto Destiny 125 Platinum এডিশনের ডিজাইন ও স্টাইল

নতুন হিরো ডেস্টিনি ১২৫ প্ল্যাটিনাম এডিশনে ম্যাট ব্ল্যাক কালার এবং ব্ল্যাক অ্যালোয় হুইলের চারপাশে হোয়াইট রিম টেপ দেখা যাবে। স্কুটারের ভেতরের প্যানেল ব্রাউন কালারে পেইন্ট করা হয়েছে। সিগনেচার এলইডি গাইড ল্যাম্প, নতুন ব্ল্যাক ও ক্রোম থিমের সাথে শীট মেটালের শরীর প্রথম দর্শনেই ক্রেতাদের নজর কাড়বে।

আবার হ্যান্ডেলবারের আগায় ক্রোম এলিমেন্ট ও নতুন ক্রোম মিরর হিরো ডেস্টিনি ১২৫ প্ল্যাটিনাম এডিশনকে রেট্রো লুক দিয়েছে। স্টাইল ও ড্যুরাবিলিটির জন্য হিরো স্কুটারটির সাইড প্যানেলের নিচে ক্রোম ট্রিমিং ও এগজস্ট সিস্টেমের ওপর হিটশিল্ড রেখেছে। এছাড়া প্রিমিয়াম 3D লোগো প্ল্যাটিনাম ব্যাজিং ও রঙিন সিটের সাথে প্ল্যাটিনাম হট স্ট্যাম্পিং হিরো ডেস্টিনি ১২৫ স্কুটারের স্পেশাল এডিশন মডেলের নান্দনিক আবেদনের ফাইনাল সিগনেচার।

Hero Destiny 125 Platinum এডিশনের পাওয়ারট্রেন

হিরো ডেস্টিনি ১২৫ প্ল্যাটিনাম স্কুটারে এর অন্যান্য ভ্যারিয়েন্টের মতো Xsens Technolgy এর সঙ্গে ১২৫ সিসি বিএস৬ ইঞ্জিন রয়েছে। যেটি ৭০০০ আরপিএম গতিতে ৯ বিএইচপি শক্তি ও ৫,৫০০ আরপিএমে ১০.৪ এনএম টর্ক উৎপন্ন করে। হিরোর ডেভলপ করা i3S (Idle-stop-start system) আরও বেশি মাইলেজ দেওয়ার পাশাপাশি যাত্রা করে তুলবে আরামদায়ক। এছাড়াও স্কুটারে থাকছে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সার্ভিস রিমাইন্ডার, এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর।

Hero Destiny 125 Platinum এডিশনের দাম

হিরো ডেস্টিনি ১২৫ প্ল্যাটিনাম স্কুটারের দাম পড়বে ৭২,০৫০ টাকা। এটি দিল্লির এক্স-শোরুম মূল্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন