গ্রাহকদের স্বস্তি দিতে পুরো একমাসের প্ল্যান আনুক Jio, Airtel, Vi, চাইছে Trai

Jio, Airtel, Vi প্রমুখ টেলকোদের প্রশ্নের মুখে সদ্য জারি হওয়া নিজেদের নির্দেশিকা শুধরে নিল ট্রাই (TRAI)। আসলে অল্প কিছুদিন আগেই দেশের টেলিকম নিয়ামক সংস্থাটি বিভিন্ন টেলিকম অপারেটরদের জন্য এক নতুন নিয়ম চালু করে। সেখানে সমস্ত টেলকোগুলিকেই অন্ততপক্ষে একটি হলেও এমন রিচার্জ প্ল্যান বাজারে আনার নির্দেশ দেওয়া হয়, যা পুরোপুরি ৩০ দিনের ভ্যালিডিটি প্রদান করবে। প্রাথমিকভাবে মেনে নিলেও, সদ্য টেলিকম অপারেটরেরা এই নির্দেশের নানা ফাঁকফোকর নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। আর সেজন্যেই পূর্বোক্ত নির্দেশিকায় ঈষৎ বদল এনে TRAI বলটিকে আবার সেই টেলকোদের কোর্টেই ঠেলে দিয়েছে।

প্রতি মাসের একই তারিখে রিচার্জযোগ্য প্ল্যান আনুক টেলিকম কোম্পানিরা বলছে TRAI

শুধরে নেওয়া নতুন নির্দেশে টেলকোদের প্রতি ট্রাইয়ের অনুরোধ ৩০ দিনের বৈধতা সহ নয়, বরং তারা এমন একটি প্ল্যান বাজারে আনুক যা গ্রাহকেরা প্রতি মাসের একই তারিখে রিচার্জ করবেন। অর্থাৎ ধরে নেওয়া যাক, একজন গ্রাহক জানুয়ারির ২৫ তারিখে একটি প্ল্যান রিচার্জ করলেন। এরপর তাকে আবার পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারির ২৫ তারিখে সেই প্ল্যান রিচার্জ করতে হবে। টেলিকম নিয়ামক সংস্থার নির্দেশিকায় টেলকোদের জন্য সম্প্রতি এমন প্ল্যান বাজারে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

আসলে ৩০ দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যান বাজারে আনার ব্যাপারে ট্রাইয়ের পূর্ববর্তী নির্দেশিকায় কিছুটা অস্বচ্ছতা ছিল। একথা আমরা সকলেই জানি যে বছরের প্রতি মাসের দিনসংখ্যা সমান নয়। ফলে কোনো মাসের ৩১ তারিখে যদি একজন গ্রাহক ৩০ দিনের বৈধতা যুক্ত প্ল্যান রিচার্জ করেন তবে তাকে পুনরায় কবে নিজের মোবাইল রিচার্জ করতে হবে সেই প্রশ্ন ওঠে। তাছাড়া কেউ যদি জানুয়ারির ২৯ থেকে ৩১ তারিখের মধ্যে মোবাইল রিচার্জ করেন, তাহলে তার ক্ষেত্রে ৩০ দিন অর্থাৎ সারা মাসের ভ্যালিডিটি কিভাবে কার্যকর হবে তা নিয়েও টেলকোরা সরব হয়। তাই সব ধরনের প্রশ্নোত্তরে জল ঢেলে দিতেই TRAI পুরোনো নির্দেশিকায় বদল এনেছে বলে মনে করা হচ্ছে।

সুতরাং এটা স্পষ্ট যে ট্রাইয়ের নতুন নির্দেশ অনুযায়ী টেলকোগুলিকে এবার থেকে এমন একটি প্ল্যান বাজারে আনতে হবে যা প্রতি মাসের এই তারিখে রিচার্জযোগ্য। এর দ্বারা টেলিকম পরিষেবার গ্রাহকেরা ভবিষ্যতে কতটা লাভবান হবেন তা সময়ই বলবে।

৩০ দিনের ভ্যালিডিটি সহ আগত নতুন Jio প্ল্যান

উল্লেখ্য, TRAI -এর প্রাথমিক নির্দেশ মেনে Reliance Jio সম্প্রতি ২৫৯ টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান বাজারে এনেছে। এটি সংস্থার ২৩৯ টাকার রিচার্জ প্ল্যানের ঈষৎ পরিবর্তিত সংস্করণ। ২৫৯ টাকার নতুন Jio প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে ৩০ দিনের ভ্যালিডিটিতে দৈনিক ১.৫ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সাথেই যে কোনো নেটওয়ার্কে অানলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাওয়া যাবে। এছাড়া প্ল্যানটি Jio Apps সাবস্ক্রিপশন সহ উপলব্ধ।