ZTE Blade L9: ছ’হাজার টাকার মধ্যে লঞ্চ হল নতুন বাজেট স্মার্টফোন

Blade L9 মডেলের একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ করল ZTE। কম রেজোলিউশনের ডিসপ্লে, Unisoc প্রসেসর, অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন অপারেটিং সিস্টেমের মতো মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ফিচারের সাথে এসেছে ZTE Blade L9।

জেডটিই ব্লেড এল৯: স্পেসিফিকেশন (ZTE Blade L9: Specifications)

জেডটিই ব্লেড এল৯-এর টিএফটি ডিসপ্লের দৈর্ঘ্য ৫ ইঞ্চি। এর রেজোলিউশন ৯৬০x৪৮০ পিক্সেল এবং এসপেক্ট রেশিও ১৮:৯। স্ক্রিনের চারপাশে রয়েছে মোটা বেজেল। ফোনটির ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

জেডটিই ব্লেড এল৯-এর পিছনে এলইডি ফ্ল্যাশ-সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ইউনিসকের ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর চিপসেট প্রসেসিং সংক্রান্ত কাজ সামলাবে। ১ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজের কনফিগারেশনে পাওয়া যাবে জেডটিই ব্লেড এল৯।

ডিভাইসটি রান করবে অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে। এছাড়া এর ব্যাটারি ক্যাপাসিটি ২,০০০ এমএএইচ। ডুয়াল সিম ও মাইক্রোএসডি কার্ড স্লট থাকছে এই ফোনে।

জেডটিই ব্লেড এল৯: দাম ও লভ্যতা (ZTE Blade L9: price & availability)

ZTE Blade L9 আপাতত মেক্সিকোয় লঞ্চ করা হয়েছে। ভারতীয় মুদ্রায় দাম প্রায় ৬,২০০ টাকা। এটি কালো ও নীল রঙে পাওয়া যাবে। ফোনটি অন্যান্য দেশে নিয়ে আসা হবে কি না, তা জানা যায়নি।