বাইক বিক্রিতে কে হল নম্বর 1? Honda কি তার প্রাক্তন সঙ্গী Hero-কে হারাতে পারল, জেনে নিন

নতুন বছরের প্রথম মাসেই ভারতের দু’চাকা গাড়ির বিক্রিবাটায় উত্থান লক্ষ্য করা গিয়েছে। বলতে গেলে, শতকরা হিসাবে আগের বছরের জানুয়ারিকে ছাপিয়ে গিয়েছে। দেশে মোটরসাইকেল ও স্কুটার বিক্রির নিরিখে নেতৃত্ব প্রদানকারী সংস্থা হিসেবে বরাবরের মতো Hero MotoCorp ও Honda-কেই দেখা গিয়েছে। তবে বেচাকেনার নিরিখে খুব একটা পিছিয়ে নেই TVS, Bajaj ও Suzuki। চলুন গত মাসে ভারতের সর্বাধিক টু হুইলার বিক্রয়কারী প্রথম পাঁচ সংস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক।

Suzuki

সুজুকি টু হুইলার বেচাকেনার নিরিখে তালিকার পঞ্চম স্থান দখল করেছে। আগের মাসে মোট ৮০,৫১১ জন ক্রেতা এই জাপানি সংস্থার বাইক ও স্কুটার বাড়ি নিয়ে এসেছেন। যেখানে এক বছর আগে ওই সময়ে বিক্রিবাটা হয়েছিল ৬৬,২০৯ ইউনিট। ফলে এবারের বিক্রিতে অগ্রগতি ঘটেছে ২১.৬%।

Bajaj

Suzuki-র একধাপ উপরে রয়েছে বাজাজ অটো। আগের মাসে দেশের বাজারে সংস্থাটি মোট ১,৯৩,৩৫০ জন ক্রেতার হাতে টু হুইলারের চাবি তুলে দিতে পেরেছে। তুলনাস্বরূপ ২০২৩-এর প্রথম মাসে বাজাজের বিক্রির পরিমাণ ছিল ১,৪২,৩৬৮ ইউনিট। ফলে এবারে বেচাকেনায় বৃদ্ধি ঘটেছে ৩৫.৮%।

TVS

বেচাকেনার নিরিখে তালিকার তৃতীয় স্থান দখলকরী সংস্থা হচ্ছে টিভিএস। জানুয়ারিতে তারা মোট ২,৬৮,২৩৩ জন ক্রেতার মুখ দেখেছে। যেখানে এক বছর আগে বিক্রি হয়েছিল ২,১৬,৪৭১টি দু’চাকার গাড়ি। ফলে বিক্রিতে উত্থান ঘটেছে ২৩.৯%।

Honda

দ্বিতীয় স্থানে বরাবরের মতো নিজের জায়গা পাকাপোক্ত রেখেছে হোন্ডা। গত মাসে তারা মোট ৩,৮২,৫১২ জন ক্রেতার হাতে টু হুইলারের চাবি তুলে দিতে পেরেছে। যেখানে এক বছর আগে বিক্রি হয়েছিল ২,৭৮,১৪৩ ইউনিট। জানুয়ারিতে বেচাকেনায় তাদের ৩৭.৫% আধিক্য ঘটেছে।

Hero MotoCorp

দেশে টু হুইলার বিক্রিতে সর্বাগ্রে থাকা সংস্থা হচ্ছে হিরো মোটোকর্প। গত মাসে স্প্লেন্ডার নির্মাতা ৪,২০,৯৩৪টি দুই চাকা গাড়ি বেচেছে। যেখানে ২০২৩ এর জানুয়ারির চাইতে বিক্রিবাটার পরিমাণ ২০.৪% বৃদ্ধি পেয়েছে।