Tecno Camon 17 সিরিজের ফোনের সাথে বিনামূল্যে ২ হাজার টাকার ইয়ারবাড, অফার হাতছাড়া করবেন না

বাজেট রেঞ্জের ফোনের সাথে বিনামূল্যে পাওয়া যাচ্ছে প্রায় দু হাজার টাকা দামের ইয়ারবাড। হ্যাঁ, ঠিকই পড়েছেন। ই-কমার্স সাইট Amazon, তাদের Great Freedom Festival সেলে এই অফার দিচ্ছে। এক্ষেত্রে Tecno (টেকনো)-র Camon 17 (ক্যামন ১৭) এবং Camon 17 Pro (ক্যামন ১৭ প্রো) ফোনদুটির কোনো একটি কিনলেই ব্র্যান্ডের Buds 1 (বাডস ১) ইয়ারবাডটি পাওয়া যাবে ফ্রি-তে! একইসাথে ফোনগুলির ক্রেতারা অন্যান্য বেশ কিছু অফারেরও সুবিধা নিতে পারবেন। আসুন জেনে নিই ঠিক কী কী অফার রয়েছে Tecno Camon 17, Tecno Camon 17 Pro ফোনের ওপর।

Tecno Camon 17, Tecno Camon 17 Pro ফোন কিনে ফ্রি-তে পকেটস্থ করুন ইয়ারবাড

আগেই বলেছি অ্যামাজন থেকে টেকনো ক্যামন ১৭ এবং ক্যামন ১৭ প্রো ফোন কিনলে এই অফার মিলছে, যেখানে ১,৯৯৯ টাকা মূল্যের টেকনো বাডস ১ বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও যদি, আপনি SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডধারী হন, তাহলে পেমেন্টের দরুন পাওয়া যাবে ১০ শতাংশ ছাড় (সর্বোচ্চ ১,৭৫০ টাকা পর্যন্ত)। মনে রাখবেন আগামীকাল রাত ১১:৫৯ অবধি এই সেল চলবে।

Tecno Camon 17 ফোনের স্পেসিফিকেশন ও দাম

টেকনোর ক্যামন ১৭ ফোনটিতে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪৬০×১০৮০ পিক্সেল রেজোলিউশনযুক্ত ৬.৮ ইঞ্চি ফুল এইচডি+ আইপিএস ডিসপ্লে রয়েছে। সাথে আছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। আবার ফটোগ্রাফির জন্য, ফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ (৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর) এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া এই ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, গেম টার্বো ২.০ মোড এবং ডুয়াল স্পিকারের সুবিধা। এই ফোনের দাম ১২,৯৯৯ টাকা।

Tecno Camon 17 Pro ফোনের স্পেসিফিকেশন ও দাম

টেকনো ক্যামন ১৭ প্রো ফোনে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি এলইডি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ৪৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৬৪+৮+২+২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। অন্যান্য ফিচারের কথা বললে, ক্যামন ১৭ প্রো-তে 4G VoLTE, GPS, ডুয়াল-সিম সাপোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট, ডুয়াল স্পিকার, গেম টার্বো ২.০ মোড, অ্যান্টি-থেফট অ্যালার্মের মতো ফিচারও রয়েছে। এই ফোনটির দাম পড়বে ১৬,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন