Motorola Edge 30 Pro ভারতে কত দামে পাওয়া যাবে, 24 ফেব্রুয়ারি লঞ্চের আগেই ফাঁস অনেক তথ্য

Motorola Edge 30 Pro আগামী ২৪ ফেব্রুয়ারি মার্কেটে পা রাখছে। ডিভাইসটি ভারত ও বিশ্ব বাজারে পা রাখবে। এই ফোনে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ৬০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। তবে লঞ্চের আগে এখন Motorola Edge 30 Pro ফোনটির দাম সামনে এল। এই ফোনটি Realme GT 2 Pro, Xiaomi 12 Pro, এবং iQOO 9 Pro এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

মোটোরোলা এজ ৩০ প্রো এর ভারতে দাম ফাঁস (Motorola Edge 30 Pro Price in India leak)

৯১মোবাইলস জানিয়েছে, ভারতে মোটোরোলা এজ ৩০ প্রো এর বক্স প্রাইস রাখা হবে ৫৯,৯৯৯ টাকা। তবে বিক্রয় মূল্য রাখা হবে ৫০,০০০ টাকার কাছাকাছি। আবার এর সাথে ৫,০০০ টাকা ব্যাংক কার্ড অফার মিলবে। আশা করা হচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি ফোনটির সেলের তারিখ ঘোষণা করা হবে।

Motorola Edge 30 Pro এর স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৩০ প্রো ফোনটি গতমাসে লঞ্চ হওয়া এজ এক্স৩০ ফোনের রিব্যাজড ভার্সন হবে। সেক্ষেত্রে এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ HDR10+ POLED ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ৫৭৬ হার্টজ। আসন্ন ডিভাইসে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এই ফোনটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। সফটওয়্যারের কথা বললে, এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চলবে ও মাই ইউএক্স (MyUX) ইউজার ইন্টারফেস পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 30 Pro ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এগুলি হল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Moto Edge 30 Pro ফোনে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।