Apple: ফোল্ডেবল ট্যাব সহ একঝাঁক চমক, নতুন বছরে বিরাট সারপ্রাইজ দেবে অ্যাপল

অ্যাপল (Apple) তাদের ভবিষ্যতের iPad ট্যাব এবং MacBook ল্যাপটপে OLED (অর্গানিক লাইট ইমিটিং ডায়োড) স্ক্রিন যুক্ত করতে উদ্যোগী হয়েছে। মার্কিন টেক জায়ান্টটি ২০২৪ সালে প্রথমবারের জন্য iPad Pro সিরিজে মিনি এলইডি (mini LED) প্রযুক্তির বদলে ওলেড টেকনোলজি ব্যবহার করবে বলে শোনা যাচ্ছে। এদিকে, একটি নতুন রিপোর্টে বলা হয়েছে যে, অ্যাপল তাদের প্রোডাক্ট পোর্টফোলিও আরও প্রসারিত করতে ফোল্ডেবল iPad তৈরির দিকে মনোযোগী হয়েছে। যদিও লঞ্চ টাইমলাইন এখনও অজানা। ফোল্ডেবল ডিসপ্লে ফর্ম ফ্যাক্টর সহ প্রথম অ্যাপল ট্যাবলেটটি ওলেড ডিসপ্লে সহ আইপ্যাড লঞ্চের কয়েক বছরের মধ্যেই আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

অ্যাপল OLED স্ক্রিন সহ iPad এবং MacBook লঞ্চের পরিকল্পনা করছে

নিক্কেই এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল আগামী কিছু বছরের মধ্যেই আইপ্যাড এবং ম্যাকবুকে তাদের ডেভেলপ করা ওলেড স্ক্রিন ব্যবহারের পরিকল্পনা করছে। রিপোর্টে বলা হয়েছে, আগামী বছর হাই-এন্ড আইপ্যাড মডেলগুলিতে ওলেড ডিসপ্লে যুক্ত করার লক্ষ্যে রয়েছে অ্যাপল। ওলেড ডিসপ্লে সহ ম্যাকবুক মডেলও বর্তমানে বিকাশের পর্যায়ে রয়েছে, যার উৎপাদন ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে শুরু হতে পারে। এটি ইঙ্গিত দেয় যে, নতুন স্ক্রিন সহ ম্যাকবুক ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে লঞ্চ হতে পারে।

এছাড়াও, রিপোর্টে দাবি করা হয়েছে যে, অ্যাপল তার ট্যাবে ওলেড স্ক্রিন ইন্টিগ্রেট করার পরে ফোল্ডেবল আইপ্যাড তৈরির দিকে মনোনিবেশ করবে। আগামী বছর দুটি ওলেড ভ্যারিয়েন্ট লঞ্চ হওয়ার পরে সম্ভবত ফোল্ডেবল ডিভাইসের ওপর কাজ শুরু হবে। টি এফ সিকিউরিটিজ (TF Securities)-এর বিশ্লেষক মিং-চি কুও প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে, অ্যাপল আগামী বছর একটি ফোল্ডেবল আইপ্যাড লঞ্চ করে তাদের পোর্টফোলিও সম্প্রসারণ করবে।

তিনি এও ইঙ্গিত করেছিলেন যে, ফোল্ডেবল আইপ্যাডে কার্বন-ফাইবার নির্মিত কিকস্ট্যান্ড থাকবে এবং এটি ২০২৪ সালে বাজারে আসবে৷ তবে, পরে সুপরিচিত বিশ্লেষক মার্ক গারম্যান এবং রস ইয়ং মিং-চি কুওর দাবিটি বিপক্ষে বলেছেন যে, ২০২৪ সালে কোনও ফোল্ডেবল আইপ্যাড লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই৷

ফোল্ডেবল আইপ্যাড ছাড়াও, অ্যাপল ২০২৫ সাল নাগাদ একটি ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে। কোম্পানি একটি নতুন প্রযুক্তির জন্য একটি পেটেন্টও দাখিল করেছে, যা দুর্ঘটনাজনিত ক্ষতি কমাতে ফ্লেক্সিবল স্ক্রিন সহ iPhone এবং iPad মডেলগুলির অসাবধানে পড়ে যাওয়াকে আগে থেকেই শনাক্ত করবে। অ্যাপল এখনও ফোল্ডেবল আইপ্যাড উন্মোচনের পরিকল্পনা সম্পর্কে কিছু জানায়নি। অতএব, এই তথ্যগুলি কতটা সত্যি, তা সময়ই বলবে।