Galaxy Note সিরিজের কি বিদায় আসন্ন? ট্রেডমার্ক রিনিউ করল না Samsung

কোনওকিছুই চিরস্থায়ী নয়! ঘড়ির কাঁটা এগোনোর সাথে সাথে বদলে যায় অনেককিছু। প্রতিমুহূর্তে পরিবর্তিত হচ্ছে দুনিয়া। আর এই পরিবর্তনে সামিল মানবজাতি ও পরিবেশ থেকে শুরু করে নানা যন্ত্র। Samsung Galaxy Note সিরিজের আবির্ভাব স্মার্টফোনের বাজারে এক বিপ্লবের সূচনা করেছিল। ২০১১ সালে শুরু হওয়া সেই যাত্রা এবার থেমে যাওয়ার পথে। ব্যবসায়ী ও সৃষ্টিশীল মানুষদের নয়নের মণি Samsung Galaxy Note সিরিজ বাজার থেকে বিদায় নিতে চলেছে। সংস্থা কিছু না বললেও গত কয়েক মাস ধরে বিভিন্ন মহল থেকে এমনই খবর পাওয়া যাচ্ছে। তবে একটি খবরে আশার আলো জেগে উঠেছিল। এ বছর না হলেও ২০২২-এ নাকি ফের একবার বাজারে পা রাখবে স্যামসাং গ্যালাক্সি নোট৷ কিন্তু এবার সেই খবরের পাশেও প্রশ্নচিহ্ন বসে গিয়েছে।

GalaxyClub-এর রিপোর্ট বলছে, স্যামসাং সম্প্রতি তাদের বিভিন্ন স্মার্টফোন সিরিজের ট্রেডমার্ক নবীকরণ (রিনিউ) করিয়েছে। যাতে অন্য কোনও সংস্থা তাদের প্রোডাক্টে সেই নাম ব্যবহার না করতে পারে। ট্রেডমার্কের মেয়াদ থাকাকালীন অন্য সংস্থা সেই নাম ব্যবহার করলে তা আইনত অপরাধ হয়। এবার তাৎপর্যপূর্ণ বিষয় হল, ‘Galaxy Note’ বাদ দিয়ে প্রত্যেকটি নামের পুননর্বীকরণ করেছে Samsung।

স্মার্টফোনের নামের ক্ষেত্রে ব্যবহৃত Galaxy Z, Galaxy S, Galaxy A, Galaxy M ব্র্যান্ডিংয়ের ট্রেডমার্ক রিনিউ করা হয়েছে। উল্লেখ্য, আর্ন্তজাতিক বাজারে এলেও দক্ষিণ কোরিয়ার মার্কেটে Galaxy F সিরিজের ফোন উপলব্ধ নয়। সে কারণেই Galaxy F-এর ট্রেডমার্ক রিনিউ হয়নি।

খবরটি চাউর হতেই Galaxy Note-প্রেমীদের চিন্তা বেড়েছে৷ তবে এটাও হতে পারে যে Galaxy Note সিরিজের ফোন লঞ্চ করার জন্য প্রস্তুত হলে তবেই ট্রেডমার্ক পুনরায় নবীকরণ করতে পারে Samsung। প্রসঙ্গত, Galaxy Tab ব্র্যান্ডিংয়েরও ট্রেডমার্ক রিনিউ করা হয়নি বলে জানা গিয়েছে। তার মানে এই নয় যে, সংস্থা নতুন ট্যাব লঞ্চ বন্ধ করে দেবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন