Xiaomi ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, আসছে বহুল জনপ্রিয় Smart toolbox ফিচার

Xiaomi হল একমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা, যারা প্রতি সপ্তাহে তাদের মোবাইল অপারেটিং সিস্টেম, MIUI এর জন্য বিটা বিল্ড নিয়ে আসে। অ্যান্ড্রয়েড নির্ভর এই কাস্টম ওএস-এ কোনো নতুন ফিচার যোগ করার আগে কোম্পানি বিটা চ্যানেলে তা পরীক্ষা করে। কিছুদিন আগে MIUI এর বিটা চ্যানেলে ‘Front Camera Assistant’ নামে একটি নতুন ফিচার যোগ করা হয়েছিল। এখন Xiaomi এখানে নতুন একটি ফিচার জুড়েছে যার নাম, ‘Smart toolbox।’

প্রসঙ্গত, কার্যকারিতার দিক থেকে এই ফিচার আসলে Samsung-এর ‘Edge Panel’-এর মতো। ফ্ল্যাগশিপ ফোনে কার্ভড ডিসপ্লে দেওয়ার পর দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এই ফিচারটি নিয়ে এসেছিল। এই ফিচারে কোনো অ্যাপ্লিকেশন বা ফাংশন দ্রুত ব্যবহারের জন্য বেছে নেওয়া যায়।

তবে শুধু Samsung নয়, চীনা স্মার্টফোন ব্র্যান্ড, Oppo-ও একই কার্যকারিতার একটি ফিচার তাদের নতুন কাস্টম স্কিন, ColorOS 12-এ যুক্ত করেছে, যার নাম ‘Smart Sidebar 2.0।’

অবশেষে এই ফিচার এখন Xiaomi তাদের MIUI কাস্টম স্কিনে Smart toolbox নামে জুড়লো। এখানে ব্যবহারকারীরা তিনটি অপশন পাবেন – সবসময় দেখা যাবে, গেম খেলার সময় দেখা যাবে ও ভিডিও চলার সময় দেখা যাবে।

ব্যবহারকারীরা চাইলে তিনটি অপশন একসঙ্গে সক্রিয় রাখতে পারেন। এরফলে তিনি তার পছন্দের অ্যাপ বা ফাংশনগুলি দ্রুত ব্যবহার করতে সক্ষম হবেন। আগেই বলেছি এই ফিচার এখন বিটা চ্যানেলে পরীক্ষা করা হচ্ছে। ফলে স্টেবল ভার্সনে আসতে কিছুটা সময় লাগবে।