ভিডিও কলিংয়ে লুকিয়ে বিপদ, প্রশ্নের মুখে Zoom অ্যাপও

করোনা ভাইরাসের কারণে এখন সারা দেশে সবাইকে বাড়িতে বসে কাজ করতে হচ্ছে। ফলে এই সময় মিটিং অ্যাপ্লিকেশনের ব্যবহার বড় মাত্রায় হতে শুরু করেছে। এরকমই একটি মিটিং অ্যাপ্লিকেশন জুম, যেটি বর্তমানে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে ট্রেন্ডিং অ্যাপ্লিকেশন হিসেবে রয়েছে। তবে সম্প্রতি এই অ্যাপ্লিকেশনের উপরে বেশ কিছু সিকিউরিটি এবং প্রাইভেসি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Zoom অ্যাপে লুকিয়ে বিপদ :

ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এবং দেশের সাইবার সুরক্ষা এজেন্সি বৃহস্পতিবার ভারতের জনগণকে জুম অ্যাপ্লিকেশনের সিকিউরিটি নিয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতামত জুম অ্যাপ সাইবার সিকিউরিটিগত হামলার একটি রাস্তা খুলে দিতে পারে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সাইবার অপরাধীরা আপনার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে সেগুলির দুর্ব্যবহার করতে পারে।

তাই এই সংস্থার তরফ থেকে সমস্ত জুম ব্যবহারকারীদের জানানো হয়েছে যেন তারা তাদের অ্যাপ্লিকেশনটি সবসময় আপ-টু-ডেট রাখেন এবং ব্যবহারকারীর পাসওয়ার্ড যেন একটি শক্তিশালী পাসওয়ার্ড হয়। এছাড়াও কোন একটি মিটিংয়ে কজন মানুষ প্রবেশ করছে তার ওপর নজর রাখাও অত্যন্ত প্রয়োজন। ইতিমধ্যেই জানানো হয়েছে আগামী ৯০ দিনের মধ্যে নতুন সিকিউরিটি প্যাচ নিয়ে আসার মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটির সিকিউরিটিগত সমস্ত সমস্যা দূর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *