চ্যাটের স্ক্রিনশট নিলে জানা যাবে, Facebook Messenger-এ এল একগুচ্ছ প্রয়োজনীয় নতুন ফিচার

Facebook Messenger (ফেসবুক মেসেঞ্জার)-এর জন্য কিছু নতুন ফিচার আনল Meta (মেটা), যার মধ্যে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (end-to-end encryption), স্ক্রিনশট ডিটেকশন (screenshot detection), মেসেজ রিয়্যাকশন (message reactions) এবং টাইপিং ইন্ডিকেটর (typing indicators) প্রভৃতি। এর মধ্যে স্ক্রিনশট ডিটেকশন ও মেসেজ রিয়্যাকশন এমন দুটি ফিচার যাদের জন্য WhatsApp ইউজাররা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। সেক্ষেত্রে Messenger-এ ফিচারগুলির লভ্যতা, WhatsApp-এ এগুলির আগমনের পথ প্রশস্ত করে দিল বলে মনে হচ্ছে।

Facebook Messenger-এর নতুন ফিচার মেসেজিং অভিজ্ঞতা উন্নত করবে

ফেসবুক মেসেঞ্জারের জন্য নতুন ফিচার চালু করার বিষয়ে কথা বলতে গিয়ে সংস্থার প্রোডাক্ট ম্যানেজার টিমোথি বাক একটি ব্লগ পোস্টে বলেছেন যে, তারা মেসেঞ্জারের চ্যাটের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট
ফিচার এনেছে, যা ব্যবহারকারী কে যাবতীয় সাইবার ক্রাইম থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। পাশাপাশি তারা দুর্দান্ত পারফরম্যান্স অফার করতে আরও অনেক ফিচার এনেছে। আসুন এখন নতুন ফিচারগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

১. এন্ড-টু-এন্ড এনক্রিপশন: মেসেঞ্জার এখন সমস্ত ইউজারের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, যা চ্যাটকে নিরাপদ এবং ব্যক্তিগত করে তোলে। এই সিস্টেমে সেন্ডার এবং প্রাপক ছাড়া, কেউ চ্যাটে অ্যাক্সেস করতে পারে না, এমনকি খোদ ফেসবুক বা মেটা-ও নয়।

২. স্ক্রিনশট ডিটেকশন: মেসেঞ্জার প্রাপ্ত আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল স্ক্রিনশট ডিটেকশন। এটি, কোনো ইউজারের ডিসঅ্যাপেয়ারিং বা ভ্যানিশ মোডের মেসেজের স্ক্রিনশট নেওয়া হলে তাদের অবগত করবে।

৩. মেসেজ রিয়্যাকশন: এই ফিচারটি আগে থেকেই মেসেঞ্জারে বহু ইউজারের জন্য বিদ্যমান ছিল, তবে এখন এটিকে সমস্ত ইউজারের জন্য সাজিয়ে গুছিয়ে আনা হয়েছে। এক্ষেত্রে ইউজারদের কোনো মেসেজে ‘হার্ট’ রিয়্যাক্ট করতে ডবল-ট্যাপ করতে হবে, যেখানে রিয়্যাকশন ট্রে অ্যাক্সেস করতে মেসেজটি ট্যাপ করে ধরে রাখতে হবে। এছাড়া মেসেজগুলি সোয়াইপ করে নির্দিষ্ট মেসেজের উত্তর দেওয়া যাবে।

৪. টাইপিং ইন্ডিকেটর: চ্যাটিং প্ল্যাটফর্মগুলির জন্য মেসেজ টাইপিং ইন্ডিকেটর কোনো নতুন বিষয় নয়। সেক্ষেত্রে মেসেঞ্জার নতুন করে এই বিদ্যমান ফিচারের জন্য কী করেছে, তা এই মুহূর্তে জানা যায়নি।