কম বাজেটে পাবেন সেরার সেরা ফিচার, 15 হাজার টাকার মধ্যে কিনুন এই 5টি স্মার্টফোন

Best Smartphone Under 15000: স্মার্টফোন ছাড়া জীবন এখন কার্যত অচল। এমতাবস্থায় আপনি যদি কোনো কারণে এই মুহূর্তে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন, আর এর জন্য আপনার বাজেট হয় সর্বোচ্চ ১৫,০০০ টাকা – তাহলে এই প্রতিবেদন আপনার কাজে আসবে। আসলে এখন বাজারে এই দামে প্রচুর অপশন রয়েছে, তাই কোন মডেল ছেড়ে কোনটা কেনা নিজের জন্য সঠিক হবে তা বুঝে উঠতে বেশ ঝামেলা হয়। সেক্ষেত্রে এখানে আমরা ১৫,০০ টাকা বাজেটে উপলব্ধ কিছু সেরা স্মার্টফোনের কথা এখানে বলব, যে তালিকায় থাকবে Samsung, Realme Redmi-র মতো ব্র্যান্ডের নাম। আবার এগুলি Amazon India থেকে ডিসকাউন্টেও কেনা যাবে।

১৫ হাজার টাকার মধ্যে সেরা ফোন, দেখুন তালিকা

১. Redmi 12C: এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭১ ইঞ্চি আইপিএস এলসিডি (IPS LCD) ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ১২৮ জিবি স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করার সুবিধা দেবে।

এই ফোনের মূল্য ৭,৭৯৯ টাকা।

২. Tecno Spark 9: এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে (রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল) আছে। সাথে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এতে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপও মিলবে।

এর দাম ৭,৯৯৯ টাকা।

৩. Realme Narzo N53: ফিচার বলতে এই ফোনে ৬.৭৪ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে (১০৮০×২৪০০ পিক্সেল), অক্টা কোর ইউনিসক টাইগার টি৬১২ (T612) প্রসেসর এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন।

এটি কিনতে খরচ করতে হবে ৮,৯৯৯ টাকা।

৪. Samsung Galaxy M14: স্মার্টফোনটিতে ৬.৬ ইঞ্চি এইচডি+ (রেজোলিউশন ২৪০৮×১০৮০ পিক্সেল) সুপার এলসিডি ডিসপ্লে, এক্সিনস ১৩৩০ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র‍্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে।

এটির দাম পড়বে ১৪,৪৯০ টাকা।

৫. iQOO Z6 Lite 5G: এটি কিনলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ (6 nm) প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

১৪,৯৯৯ টাকায় এই ফোনটি কেনা যাবে।