IPL 2024: প্রকাশ্যে এলো RCB-এর নতুন জার্সি, লালের সাথে নীলের মিশ্রণে তৈরি হয়েছে বিরাটদের কিট

সম্প্রতি মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হয়ে তারা এই বছর আইপিএলে পুরুষ দলের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

২০২৪ আইপিএলের (IPL 2024) আগে এখন ফ্রাঞ্চাইজিগুলি দলে একাধিক অভিনবত্ব আনতে চাইছে। ফলে আসন্ন এই টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর সঙ্গেই দলগুলির জার্সিতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) নতুন জার্সি সামনে এলো।

হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি তারপরেই এই বছরের আইপিএল ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা সঙ্গে নিয়ে শুরু হয়ে যাবে। অন্যদিকে এই টুর্নামেন্টের আগে মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হয়ে তারা আইপিএলে পুরুষ দলের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আজ ২০২৪ আইপিএলের আগে ব্যাঙ্গালোরের আনবক্স অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান নিয়ে ক্রিকেট ভক্ত সহ ক্রিকেটারদের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

তার আগেই এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নতুন জার্সির এক ঝলক সামনে এসেছে। নতুন এই জার্সিতে লাল রঙের সাথে নীল রঙের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে।

এর সঙ্গেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই বছর দলে একাধিক পরিবর্তন এনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা মাঠে নামতে চলেছে। দীর্ঘদিন ব্যক্তিগত কারণে মাঠের বাইরে থাকার পর তাদের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই দলের হয়ে শেষ প্রস্তুতি সেরে নিতে দেখা যাবে। ২২ মার্চ এই বছর আইপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাঙ্গালোর গত বছরের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে। ফলে মাঠে এই নতুন জার্সি ভক্তদের কতটা উদ্বুদ্ধ করতে পারে এখন এটাই দেখার।