ইন্টেলের লেটেস্ট প্রসেসর লঞ্চ হল Xiaomi Mi Laptop Pro 14 এবং Mi Laptop Pro 15

Xiaomi আজ একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে তাদের প্রথম ফোল্ডিং ফোন Mi Mix Fold লঞ্চ করার পাশাপাশি Mi Laptop Pro 14 এবং Mi Laptop Pro 15 লঞ্চ করেছে। এই ল্যাপটপ দুটির মুখ্য ফিচারের মধ্যে আছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ১১ প্রজন্ম ইন্টেল প্রসেসর (11th Gen Intel), ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এমআই ল্যাপটপ প্রো ১৪ ও এমআই ল্যাপটপ প্রো ১৫ ব্ল্যাক ও সিলভার কালারে এসেছে। আসুন এদের দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Mi Laptop Pro 14 এবং Mi Laptop Pro 15 এর দাম

শাওমির ঘরেলু মার্কেটে এমআই ল্যাপটপ প্রো ১৪ এর দাম শুরু হয়েছে ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৫৯,২০০ টাকা) থেকে। আবার এমআই ল্যাপটপ প্রো ১৫ এর ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭২,৬০০ টাকা) থেকে পাওয়া যাবে।

Mi Laptop Pro 14দাম
i5-11300H, ১৬ জিবি + ৫১২ জিবি৫,২৯৯ ইউয়ান (প্রায় ৫৯,২০০ টাকা)
i5-11300H, ১৬ জিবি + ৫১২ জিবি, এমএক্স ৪৫০৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৭,০০০ টাকা)
i7-11370H, ১৬ জিবি + ৫১২ জিবি, এমএক্স ৪৫০৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৮,১০০ টাকা)
Mi Laptop Pro 15দাম
i5-11300H, ১৬ জিবি + ৫১২ জিবি৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭২,৬০০ টাকা)
i5-11300H, ১৬ জিবি + ৫১২ জিবি, এমএক্স ৪৫০৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৮,১০০ টাকা)
i7-11370H, ১৬ জিবি + ৫১২ জিবি, এমএক্স ৪৫০৭,৯৯৯ ইউয়ান (প্রায় ৮৯,৩০০ টাকা)
Xiaomi Mi Laptop Pro 14

Mi Laptop Pro 14 এর স্পেসিফিকেশন

এমআই ল্যাপটপ প্রো ১৪ তে আছে 2.5K রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ১৪ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ১৬:১০। এই ডিসপ্লে TUV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত। এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১১ প্রজন্ম ইন্টেল কোর প্রসেসর। সাথে আছে GeForce MX450 গ্রাফিক্স কার্ড।

এছাড়াও Mi Laptop Pro 14 এসেছে কুলিং সিস্টেম, ৬৫ ওয়াট আওয়ার ক্যাপাসিটিযুক্ত ব্যাটারি ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ল্যাপটপটি চারটি Thunderbolt পোর্ট ও ওয়াই-ফাই ৬ হাই স্পিড ওয়্যারলেস নেটওর্য়াক কার্ড অফার করবে। শাওমি জানিয়েছে এতে এইচডি অপটিক্যাল ক্যামেরা ক্যামেরা ও ২ ইন ১ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আবার এই ল্যাপটপে পাওয়া যাবে বড় টাচপ্যাডের সাথে ট্রিপল গ্রেড ব্যাকলিট কীবোর্ড। এই ল্যাপটপে XiaoAi AI অ্যাসিস্ট্যান্ট ও MIUI+ ক্রস ডিভাইস মোড সাপোর্ট করবে। উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপটির ওজন ১.৫ কেজি।

Mi Laptop Pro 15 এর স্পেসিফিকেশন

এমআই ল্যাপটপ প্রো ১৫ ল্যাপটপে আছে 3.5K রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১৫ ইঞ্চি OLED ডিসপ্লে। এই ডিসপ্লে ৬০০ নিটস পিক ব্রাইটনেস ও ১,০০০,০০০:১ কনট্রাস্ট রেশিও অফার করবে। এছাড়াও এই ল্যাপটপটি SGS আই কেয়ার ডিসপ্লে, TUV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন, ডিসি ডিমিং ও কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন সহ এসেছে।

Mi Laptop Pro 15

তাপনিয়ন্ত্রণের জন্য এই ল্যাপটপে আছে অ্যাডভান্স টেকনোলজি। এতে ব্যবহার করা হয়েছে GeForce MX450 গ্রাফিক্স কার্ড সহ ১১ প্রজন্ম ইন্টেল কোর প্রসেসর। এছাড়া এতে রয়েছে চারটি Thunderbolt পোর্টস, ডুয়েল ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াই-ফাই ৬ ওয়্যারলেস ল্যান ড্রাইভার। পাওয়ার ব্যাকআপের জন্য ল্যাপটপে ৬৬ ওয়াট আওয়ার ক্যাপাসিটিযুক্ত ব্যাটারি দেওয়া হয়েছে। যার সাথে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ল্যাপটপটির বাকি স্পেসিফিকেশন মি ল্যাপটপ প্রো ১৪ এর মত।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন