চোখধাঁধানো ডিজাইনের সাথে ভারতে আসছে Ducati Multistrada 950 S

বিলাসবহুল মোটরবাইক নির্মাতা Ducati আগামী ২ নভেম্বর ভারতে লঞ্চ করতে চলেছে অ্যাডভেঞ্চার-ট্যুরিং মোটরবাইক Multistrada 950 S। ইতিমধ্যে কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি এনসিআর, মুম্বাই, পুনে,কোচি, হায়দ্রাবাদ এবং আমেদাবাদের সমস্ত ডুকাটি ডিলারশিপে বাইকটির ১ লক্ষ টাকায় প্রি-বুকিং শুরু হয়ে গেছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাইকটি ডেলিভারি দেওয়ার কাজ শুরু করা হবে।

চোখধাঁধানো ডিজাইন এবং গঠনশৈলী এবং তাক লাগানো ফিচারের এই বাইক প্রথম দর্শনেই আনবে মুগ্ধতা। বহিরাঙ্গের দিক থেকে এর ডিজাইন তার স্টান্ডার্ড মডেল Multistrada 950-এর মতনই রাখা হয়েছে। তবে এটি ট্রাই-টোন কালার স্কিমের সাথে আসতে চলেছে যা একে করেছে অন্যান্য প্রিমিয়াম বাইকের থেকে একেবারেই ভিন্ন। “জিপি হোয়াইট” বলে ডুকাটির অভিহিত এই কালার স্কিম, গ্রে হাইলাইট সহ প্রধান রঙ হিসেবে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশানে গঠিত।

Ducati Multistrada 950 S বাইকে থাকবে Euro5/BS6 শ্রেণীর শক্তিশালী ৯৩৭ সিসি L-Twin ‘Testastretta’ DVT ইঞ্জিন। যা স্টান্ডার্ড মডেলটির মতোই ৯,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১১১ বিএইচপি পাওয়ার এবং ৭,৭৫০ আরপিএমে ৯৬ এনএম পর্যন্ত টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনে ৬ গতির গিয়ারবক্স রয়েছে।

Multistrada 950 S সর্ম্পকে বলতে গেল, এটি প্রিমিয়াম হার্ডওয়্যারের সাথে এবং অত্যাধুনিক প্রযুক্তির ফিচারের একটি সম্পূর্ণ প্যাকেজ। যেমন এই বাইকে আছে ডুকাটি স্কাইহুক সাসপেনশন ইভো (ডিএসএস) সিস্টেমের সাথে ইলেকট্রনিক সাসপেনশন, পূর্ণ-এলইডি হেডল্যাম্প সহ ডুকাটি কর্নারিং লাইট (ডিসিএল), ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, হ্যান্ডস-ফ্রি সিস্টেম, ক্রুজ কন্ট্রোল এবং ব্যাকলিট হ্যান্ডেলবার কন্ট্রোল। আরোহীর সুরক্ষা সুনিশ্চিত করতে এর সামনের ও পেছনের চাকা ৩২০ মিমি এবং ২৬৫ মিমি ডিস্ক ব্রেক দ্বারা সজ্জিত। এছাড়া সুরক্ষার সাথে কোনোপ্রকার আপোস না করার লক্ষ্যে ডুকাটি এই বাইকে দিয়েছে বোশ এবিএস কর্ণারিং, ডুকাটি ট্র্যাকশন কন্ট্রোল, ভিইকেল হোল্ড কন্ট্রোল এবং একাধিক রাইডিং মোড।