Riyan Parag: নোকিয়াকে ১ ওভারে ২৫! সমালোচনার যুগ শেষ, এবার শুধুই উন্নতি রিয়ানের ব্যাটে

আজ প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস মাত্র ৩৬ রানে ৩ উইকেট হারালেও, সেই পরিস্থিতি থেকে ক্রিজে দাঁড়িয়ে ৪৫ বলে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রাজস্থানের তরুণ ব্যাটার রিয়ান পরাগ।

আইপিএল (IPL 2024) হল তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের পারফর্ম করার এক বিশেষ মঞ্চ। এখানে নিজের সেরাটা উজার করে দেওয়ার পর জাতীয় দলে সুযোগ হয় সেই সকল তরুণদের। আইপিএল ২০২৪ শুরু হওয়া খুব বেশি দিন না হলেও এই মরশুমে বেশ কিছু তরুণকে এখনো পর্যন্ত সেরা পারফরমেন্স করতে দেখা গেছে। আজ সেরকমই পারফরমেন্স করে দেখিয়েছেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) রিয়ান পরাগ (Riyan Parag)।

আজ রাজস্থান রয়্যালসের হোমগ্রাউন্ড সয়াই মনসিং স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের (RR vs DC) মুখোমুখি হয়েছিল তারা। যেখানে প্রথমে ব্যাট করতে হয় রাজস্থানকে। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান মাত্র ৩৬ রানে ৩ উইকেট হারালেও, সেই পরিস্থিতি থেকে ক্রিজে দাঁড়িয়ে ৪৫ বলে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার রিয়ান পরাগ। শুরুতে খুব ধীর গতিতে খেললেও, ম্যাচ এগোনোর সাথে সাথে খেলার গতিও বাড়ান তিনি।

রিয়ান পরাগের এই ৪৫ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংসে সামিল ছিল ৭ টি বাউন্ডারি এবং ৬ টি ছক্কা। এছাড়া ইনিংসের অন্তিম ওভার তথা ২০ তম ওভারে অ্যানরিচ নকিয়ার মতো ফাস্ট বোলারকে ২৫ রান দেন। এর সাথেই রাজস্থানকে পৌঁছে দেন ১৮৫ রানের মতো চ্যালেঞ্জিং স্কোরে। শুধু আজকেই নয়, গত ম্যাচেও লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন পরাগ। মাত্র ২ ম্যাচেই তার সংগ্রহ মোট ১২৭ রান।

একসময় খারাপ ছন্দে থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় নানা কটুক্তির শিকার হতেন ২২ বছর বয়সী এই তারকা। কিন্তু বর্তমান সময়ে রঞ্জি ট্রফি থেকে শুরু করে আইপিএল, সব মঞ্চতেই নিজেকে প্রমাণ করছেন পরাগ। কিছুদিন আগেই রঞ্জি টফিতে ৬ ইনিংস খেলে ৩৭৮ রান করেছেন আসাম অধিনায়ক। যার মধ্যে ছিল ২ টি সেঞ্চুরি এবং ১ টি হাফসেঞ্চুরি। এছাড়া ছত্রিশগড়ের বিরুদ্ধে ১৫৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।