TENAA লিস্টিং থেকে Realme GT Neo 6 ও GT Neo 6 Pro-র প্রচুর স্পেসিফিকেশন ফাঁস

রিয়েলমি বর্তমানে পরবর্তী প্রজন্মের Realme GT Neo 6 লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছে। কয়েকদিন আগে স্মার্টফোনের কিছু ফিচার প্রকাশ হয়েছিল। এছাড়াও, GT Neo 6-এর ডিজাইনও সামনে এসেছে, যা ট্রিপল ক্যামেরা সেটআপ, Snapdragon 8 Gen 2 প্রসেসর, এনএফসি, এবং সুপারভোক (SUPERVOOC) চার্জিং সাপোর্টের মতো ফিচার নিশ্চিত করেছে। Realme GT Neo 6 সিরিজের স্মার্টফোনের ছবিগুলি গতকাল টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। আর এখন, টেনার লিস্টিং আরও স্পেসিফিকেশনের সাথে আপডেট করা হয়েছে। এর পাশাপাশি, Realme GT Neo 6 লাইনআপ 3C (CCC) অথরিটির ছাড়পত্র পেয়েছে।

Realme GT Neo 6 সিরিগের স্পেসিফিকেশন প্রকাশ

রিয়েলমি জিটি নিও ৬ সিরিজের ফোনগুলি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং টেনা (TENAA) সার্টিফিকেশনে যথাক্রমে RMX3820 এবং RMX3823 নম্বরের সাথে তালিকাভুক্ত হয়েছে। আশা করা যায় RMX3820 স্ট্যান্ডার্ড রিয়েলমি জিটি নিও ৬ হিসাবে আত্মপ্রকাশ করবে, যেখানে RMX3823 রিয়েলমি জিটি নিও ৬ প্রো হিসাবে লঞ্চ হতে পারে। ৩সি সার্টিফিকেশন তালিকাটি প্রকাশ করেছে যে RMX3820 ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে, যেখানে RMX3823 মডেলটি ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

টেনা লিস্টিং থেকে আরও জানা গেছে যে, RMX3820 মডেলটিতে ২,৭৭২ × ১,২৪০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে৷ স্মার্টফোনটি ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ সহ ৮ জিবি/১২ জিবি/১৬ জিবি র‍্যাম কনফিগারেশনে আত্মপ্রকাশ করবে। এতে ৩.২ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে, যেটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ হতে পারে।

ফটোগ্রাফির জন্য, Realme RMX3820-এ ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করবে। ডিভাইসটির পরিমাপ হবে ১৬৩.১×৭৫.৩৮×৮.৮৬ মিলিমিটার এবং প্রায় ২০৫ গ্রাম ওজন হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme RMX3820-এ ডুয়াল-সেল ২,৫৪০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং ৫জি সংযোগ সাপোর্ট করবে।

অন্যদিকে, Realme RMX3823-এ ৬.৭৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ডিভাইসটি ৩.২ গিগাহার্টজ পিক ক্লক স্পিডের চিপসেট দ্বারা চালিত হবে। RMX3820 এর মতো, RMX3823-ও ৮ জিবি/১২ জিবি/১৬ জিবি র‍্যাম কনফিগারেশনের সাথে ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজের সাথে আসবে। ফটোগ্রাফির জন্য, এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের লেন্স অন্তর্ভুক্ত থাকবে। আর হ্যান্ডসেটের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। এছাড়াও, Realme RMX3823 একটি ডুয়েল-সেল ২,২২৫ এমএএইচ ব্যাটারি অফার করবে।

বর্তমানে, Realme GT Neo 6 সিরিজের লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি। তবে, পূর্ববর্তী একটি লিক থেকে জানা গেছে যে, লাইনআপটি এবছরের তৃতীয় ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করবে৷ আগামী দিনে বেঞ্চমার্ক তালিকায় বা অন্যান্য সার্টিফিকেশন সাইটে উপস্থিত হলে GT Neo 6 সিরিজের মডেলগুলি সম্পর্কে আরও বিশদ জানা যাবে বলে আশা করা যায়৷