Reliance Jio গ্রাহক? এইভাবে রিচার্জ করলে পাবেন ২০ শতাংশ ক্যাশব্যাক

উৎসবের মরসুমে কেনাকাটায় ‘ছাড়’ খোঁজেন অনেকেই। তাই মানুষের মন বুঝে স্মার্টফোন, গাড়ি নির্মাতা সহ প্রায় সমস্ত ধরনের প্রোডাক্ট বিক্রেতারা এই সময় বিশেষ অফারের ঘোষণা করে। পিছিয়ে নেই টেলিকম কোম্পানি Reliance Jio-ও। তারাও নিজেদের তিনটি প্রিপেইড প্ল্যানে ২০% ক্যাশব্যাক দেবে বলে জানিয়েছে। ইউজাররা MyJio অ্যাপ বা Jio-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করলে ক্যাশব্যাক পেয়ে যাবেন। এজন্য তাদেরকে ২৪৯ টাকার, ৫৫৫ টাকার এবং ৫৯৯ টাকার কোনো একটি রিচার্জ প্ল্যান বেছে নিতে হবে। তবে ক্যাশব্যাকটি JioMart পয়েন্ট হিসেবে গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হবে এবং Reliance Retail থেকে তাদের পরবর্তী যে কোনো কেনাকাটায় (ন্যূনতম ৫৫০ টাকা) এই পয়েন্টটি ডিসকাউন্ট হিসেবে ব্যবহার করা যাবে।

Reliance Jio গ্রাহকরা কীভাবে রিচার্জের ওপর ক্যাশব্যাক পাবেন

২০% ক্যাশব্যাক পেতে রিলায়েন্স জিও গ্রাহকদের মাইজিও অ্যাপ বা সংস্থার ওয়েবসাইটে (jio.com) ভিজিট করতে হবে। অর্থাৎ এই অফারটি Paytm, PhonePe-র মতো প্ল্যাটফর্মের মাধ্যমে রিচার্জের ক্ষেত্রে বৈধ (ভ্যালিড) নয়। এই ২০% ক্যাশব্যাক অফারটি পেতে গেলে কী কী করতে হবে চলুন দেখে নেওয়া যাক।

প্রথমে jio.com-এ যান > Prepaid > Popular Plans-এ ক্লিক করুন। এখানে ফার্স্ট অপশন হিসেবে “20% Cashback” দেখতে পাবেন, যেখানে ২৪৯ টাকা, ৫৫৫ টাকা এবং ৫৯৯ টাকার তিনটি প্ল্যান তালিকাভুক্ত করা হয়েছে। এরপর নীচে উল্লিখিত তিনটি অপশনে পরপর ক্লিক করুন:
Buy > enter your Jio phone number > choose payment method। পেমেন্ট করা হয়ে যাওয়া মাত্রই আপনার রিচার্জ প্রক্রিয়া সম্পন্ন হবে। এর পরেই ২০% ক্যাশব্যাক আপনার Jio অ্যাকাউন্টে জমা হবে।

এক্ষেত্রে মনে রাখবেন যে, এই ২০% ক্যাশব্যাক কিন্তু সরাসরি Reliance Jio-র তরফে দেওয়া হচ্ছে না, আপনি Reliance Retail-র‌ তরফে এই ক্যাশব্যাক পাবেন, যা JioMart পয়েন্ট আকারে এটি আপনার অ্যাকাউন্টে জমা হবে। এর পর Reliance Retail থেকে ন্যূনতম ৫৫০ টাকার কেনাকাটার ওপর আপনি এই JioMart পয়েন্টটি ব্যবহার করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যবহারকারী ৫৫৫ টাকার রিচার্জ করেন, তবে তিনি ১১০ টাকার JioMart পয়েন্ট পাবেন। এরপর যদি Reliance Retail থেকে তাঁর পরবর্তী কেনাকাটায় তিনি কমপক্ষে ৫৫০ টাকা ব্যয় করেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ১১০ টাকার JioMart পয়েন্টটির সুবিধা নিতে পারবেন।

প্রসঙ্গত জানিয়ে রাখি, ২৪৯ টাকার প্ল্যানটির মেয়াদ ২৮ দিন এবং এতে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পিড ৬৪ কেবিপিএস-এ নেমে আসবে। ৫৫৫ টাকার প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, ১০০ টি এসএমএস, এবং প্রতিদিন ১.৫ জিবি ডেটা ব্যবহার করা যাবে। ৫৯৯ টাকার রিচার্জে এই একই সুবিধা পাওয়া যায়, তবে এক্ষেত্রে উপলব্ধ দৈনিক ডেটার পরিমাণ ২ জিবি। তিনটি প্ল্যানেই রয়েছে JioTV, JioCinema, JioNews, JioSecurity সহ সমস্ত জিও অ্যাপের সাবস্ক্রিপশন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন