Nothing Phone 1 এর প্রসেসর এবার Vivo S17 মডেলে, ক্যামেরায় থাকবে বড় চমক

ভিভো (Vivo) সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা আগামী ৩১ মে চীনে তাদের বহু প্রতীক্ষিত S17 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। এই লাইনআপে একটি স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্ট অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। এর মধ্যে Vivo S17 Pro গত সপ্তাহে গিকবেঞ্চ (Geekbench) ডেটাবেসে দেখা গিয়েছিল। আর এখন, স্ট্যান্ডার্ড Vivo S17 এই বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ করেছে।

Vivo S17-কে দেখা গেল Geekbench-এ

V2283A মডেল নম্বর সহ ভিভো এস১৭ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। তালিকায় প্রকাশ করেছে যে, ফোনটিতে ‘লাহানা’ (Lahana) কোডনামের একটি মাদারবোর্ড ব্যবহৃত হবে, যা ১.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কোর, ২.৪ গিগাহার্টজে রান করা তিনটি কোর এবং ২.৫২ গিগাহার্টজ ক্লক স্পিডের একটি প্রাথমিক কোর দ্বারা গঠিত। এই তথ্যগুলি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ চিপসেটের সাথে মিলে যায়।

এছাড়াও বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম অনুসারে, ভিভো এস১৭ মডেলটি ১২ জিবি র‍্যাম অফার করবে। তবে লঞ্চের সময় এর আরও কনফিগারেশন বাজারে আসতে পারে। আসন্ন ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর পরীক্ষায়, ভিভো এস১৭ যথাক্রমে ৮১৭ এবং ২,৬০৭ পয়েন্ট স্কোর করেছে। তবে এগুলি ছাড়া, গিকবেঞ্চের ডেটাবেস থেকে আর কোনও অতিরিক্ত তথ্য জানা যায়নি।

তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Vivo S17-এ ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। স্মার্টফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্ট্যান্ডার্ড Vivo S17 মডেলে ৬৬ ওয়াট বা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।

অন্যদিকে, Vivo S17 Pro-এ ডুয়েল সফ্ট এলইডি সহ একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পিছনে একটি ২x পোর্ট্রেট লেন্স থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷ আগামী বুধবার লঞ্চের দিন Vivo S17 সিরিজের দাম ও সমস্ত ফিচার্স সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাবে।