Oppo F21s Pro series: ভারতে লঞ্চ হচ্ছে 30x জুম ও দুর্দান্ত ডিজাইনের ওপ্পো স্মার্টফোন, কবে জেনে নিন

বাজারে এখন প্রায়দিনই কোনো না কোনো নতুন স্মার্টফোন লঞ্চ হয়, সেক্ষেত্রে এই তালিকায় আবারও নতুন সংযোজন করতে চলেছে Oppo (ওপ্পো)। আসলে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডটি তার নতুন Oppo F21s Pro (ওপ্পো এফ২১এস প্রো) স্মার্টফোন সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজটি আগামী ১৫ই সেপ্টেম্বর ভারতের বাজারে পা রাখবে। আর, সিরিজটির অধীনে Oppo F21s (ওপ্পো এফ২১এস) এবং Oppo F21s Pro নামক দুটি ফোন থাকবে বলে জানা গিয়েছে। কোম্পানির মতে, এই সিরিজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে এতে 30x (৩০এক্স) জুম সাপোর্ট থাকবে। এছাড়াও, দুটি ফোনেই ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের সুবিধা থাকবে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেই কোম্পানি এদেশে Oppo F21 Pro এবং Oppo F21 Pro 5G লঞ্চ করেছিল।

Oppo F21s Pro-তে থাকবে গতানুগতিক ক্যামেরা সেন্সর

লঞ্চের আগেই নতুন ওপ্পো এফ২১এস প্রো স্মার্টফোন সিরিজ সম্পর্কে কিছু তথ্য ফাঁস হয়েছে। কিছু লিকড রিপোর্ট অনুযায়ী, ওপ্পো এফ২১এস প্রো মডেলে এলইডি সাধারণ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ফ্ল্যাশ লাইটের সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে অন্যান্য সেন্সর হিসেবে থাকবে ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এছাড়াও ফোনটিতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এছাড়া নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, আসন্ন সিরিজের বেস মডেল অর্থাৎ ওপ্পো এফ২১এসেও ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। তবে এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারিও পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। তদুপরি বলা হচ্ছে, সিরিজের ৪জি (4G) মডেলে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং ৫জি (5G) মডেলে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর মিলবে।

এক্ষেত্রে ফোনগুলি সম্ভবত ডাউনলাইট গোল্ড এবং স্টারলাইট কালো রঙে আসবে। এগুলি কিনলে ক্রেতারা পাবেন অরবিট লাইট সাপোর্ট। অন্যান্য ফিচারের কথা বললে, ওপ্পো এফ২১এস প্রো স্মার্টফোন সিরিজটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ অডিও জ্যাক অফার করতে পারে।