Titan লঞ্চ করল ৫টি নতুন Smart Glass, ফোন কল করার পাশাপাশি শোনা যাবে গান, দেখুন দাম

ভারতের চশমার বাজারে Titan একটি জনপ্রিয় নাম, বহু বছর ধরে কোম্পানিটি Tata-র সহযোগিতায় বিভিন্ন রকম চশমা বানিয়ে জনসাধারণের মনোরঞ্জন করে চলেছে। তবে এই প্রযুক্তি নির্ভর জীবনে এদেশের মানুষের আকর্ষণ ধরে রাখতে Titan Eye+ এখন স্মার্ট গ্লাস মার্কেটে পা রেখেছে। সম্প্রতি কোম্পানিটি Zefr, Neo Sync Progressive lenses, DriveEZ lenses, Titan EyeX 2.0, Fastrack Vibes 2.0 নামের নতুন স্মার্ট গ্লাস বা চশমা লঞ্চ করেছে। এগুলিতে বর্তমান সময়ের উপযোগী নানাবিধ ফিচার পাওয়া যাবে। তবে এই নতুন Titan Eye+ স্মার্ট গ্লাসগুলি কিনতে কার্যত স্মার্টফোনের দাম ব্যয় করতে হবে।

নতুন Titan Eye+ স্মার্ট গ্লাসগুলির দাম, ফিচার

– টাইটান আই+ আনীত Zefr চশমাটি কোম্পানির প্রিমিয়াম আই গ্লাস যেটিকে ফ্রান্সে তৈরি করা হয়েছে।
এর প্রারম্ভিক মূল্য ৩৪,০০০ টাকা। এই স্মার্ট গ্লাসটি দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং লখনউয়ের নির্বাচিত দোকান থেকে কেনা যাবে।

– টাইটানিক আইকেয়ারের নতুন DriveEZ এবং Neo Sync নামক চশমাগুলি বিশেষ নাইট ড্রাইভিং লেন্স দ্বারা নির্মিত, যার কারণে এগুলি পড়ে রাতে গাড়ি চালানোর সময় সামনে থেকে আসা যানবাহনের আলোতে কোনো সমস্যা হবে না। এর মধ্যে Neo Sync-এর দাম শুরু হচ্ছে ২৫,০০০ টাকা থেকে।

– এক্ষেত্রে Titan EyeX 2.0 ও Fastrack Vibes 2.0 চশমাগুলি ব্লুটুথ ৫ (Bluetooth 5) ভার্সনের সাথে এসেছে। এগুলিতে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্টও দেওয়া হয়েছে, আর মজার ব্যাপার হল যে এই দুটি স্মার্ট চশমা দিয়ে কল করা এবং গান শোনা যাবে। এর মধ্যে EyeX 2.0 মডেলটিতে ৩৬০ ডিগ্রি সাউন্ডের চমৎকার অডিও কোয়ালিটি, এক সপ্তাহের ব্যাটারি লাইফ এবং আইপিএক্স৪ (IPX4) রেটিং রয়েছে। এর দাম ১২,০০০ টাকা।