TVS Ntorq-কে টেক্কা দিতে হাজির Hero Xoom 125R, তুখোড় ফিচার্স-লুকসে সবার মন কাড়বে

ইতালির EICMA বা মিলান মোটরসাইকেল শো-তে Hero MotoCorp-এর সবচেয়ে বড় চমক হিসাবে আত্মপ্রকাশ করেছে Xoom 160। এই অ্যাডভেঞ্চার ম্যাক্সি স্কুটারের পাশাপাশি Xoom 125R-এর ওপর থেকেও পর্দা সরিয়ে হইচই ফেলে দিয়েছে হিরো। ১২৫ সিসির স্কুটার সেগমেন্টে হিরোর নতুন জুম আলোড়ন ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফিচার্স, প্রযুক্তি এবং পারফরম্যান্সের নিরিখে তরুণ প্রজন্মের প্রিয় TVS NTorq 125-কে বেগ দিতে চলেছে Hero Xoom 125R।

Hero Xoom 125R স্কুটার আত্মপ্রকাশ করলো মিলানে

নতুন Hero Xoom 125R স্কুটারটি ১৪ ইঞ্চি অ্যালয় হুইলে ছুটবে। উল্লেখযোগ্য ফিচার্স হিসাবে রয়েছে ফুল এলইডি লাইটিং, সিকুয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটর, অল-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, টার্ন বাই টার্ন নেভিগেশন, এবং ব্লুটুথ কানেক্টিভিটি। ফ্যালকন ফ্লাইট থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানি।

পারফরম্যান্সের জন্য Hero Xoom 125R-এর মধ্যে রয়েছে একটি নতুন ১২৫ সিসি ইঞ্জিন। এর সেটি কতটা পাওয়ার বা টর্ক উৎপন্ন করবে, সেই নিয়ে এখনও কিছু প্রকাশ করেনি হিরো। তবে এতে ক্লাস লিডিং ভেহিকেল ডাইনামিক্স সহ ফাস্ট অ্যাক্সেলারেশন থাকবে বলে নিশ্চিত করেছে কোম্পানি।

উল্লেখ্য, Hero Xoom 125R ভারতের বাজারে ঠিক কবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে, সেই প্রসঙ্গেও হিরো মুখ খোলেনি। ভারত এবং জার্মানির একাধিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে স্কুটারটির তৈরির কাজ চলেছে। যেটুকু খবর, প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে সামনের বছর বাজারে আসতে পারে স্কুটারটি। আর এটি হিরোর নতুন প্রিমিয়া ডিলারশিপ থেকে বিক্রি করা হবে।