ফিচারে ঠাসা Infinix Note 30i পাওয়ারফুল প্রসেসর, 64MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 30i ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে

Infinix Note 30i আজ অর্থাৎ ১৭ মে লঞ্চ হল। আশা করা হচ্ছে এই সিরিজের আরও বেশ কয়েকটি ফোন‌ চলতি মাসে বাজারে পা রাখবে। কোম্পানির ওয়েবসাইটে Infinix Note 30i কে আজ স্পেসিফিকেশন সহ তালিকাভুক্ত করা হয়েছে। এতে আছে ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে ও মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। আবার এই ফোনে পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। আসুন Infinix Note 30i এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Note 30i এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স নোট ৩০আই (Infinix Note 30i) ফোনের সামনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ৯২ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করবে। পারফরম্যান্সের জন্য ইনফিনিক্স নোট ৩০আই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ও ৮ জিবি র‌্যাম। আবার ডিভাইসটি ২৫৬ জিবি স্টোরেজ ও অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স নোট ৩০আই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এরমধ্যে প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন ৬৪ মেগাপিক্সেল। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর সাউন্ডের জন্য এই ফোনে রয়েছে জেবিএল এর স্টেরিও স্পিকার।

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 30i ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। জল ও ধুলো প্রতিরোধের জন্য ডিভাইসে রয়েছে আইপি৫৩ রেটিং।

Infinix Note 30i এর দাম ও লভ্যতা

Infinix Note 30i এর দাম এখনও জানানো হয়নি। পাশাপাশি ফোনটি কবে থেকে পাওয়া যাবে তাও এখনও অস্পষ্ট। আশা করা যায় কোম্পানির তরফে শীঘ্রই এর দাম ও উপলব্ধতার বিষয়ে জানানো হবে।