Smartphones: হ্যাং হচ্ছে মোবাইল ফোন? আজই করুন এই কাজ, আগের মতো মিলবে স্পিড

আজকালকার সময় স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলার কথা চিন্তাও করা যায়না, ফলে হাতে থাকা এই ছোট্ট ইলেকট্রনিক্সটিতে সামান্য গড়বড় দেখা দিলেই আমাদের বেজায় অস্বস্তির মুখে পড়তে হয়। বলতে গেলে স্মার্টফোন ইউজারদের জন্য ‘হ্যাং’ শব্দটি কোনো বিভীষিকার চেয়ে কম কিছু নয়! আসলে অনেক সময় নতুন হ্যান্ডসেট কিছুদিন ব্যবহার করতে না করতেই সেটি হঠাৎ করে স্লো হয়ে যায়, আর ফোন খানিকটা পুরনো হলেই তার হ্যাং হওয়ার (স্লো পারফরম্যান্স) সমস্যা বেশ মুশকিলে ফেলে। সেক্ষেত্রে যদি আপনার স্মার্টফোনের স্ক্রিনও যদি বারবার আটকে আটকে চলে, তাহলে কিন্তু আপনি কিছু পদ্ধতি কাজে লাগিয়ে তার স্পিড অনেকটাই উন্নত করতে পারবেন।

স্মার্টফোন হ্যাং হয় এভাবে

স্মার্টফোনের হ্যাং হওয়ার সমস্যা মেটানোর কথা আলোচনার আগে আমাদের জানতে হবে যে কেন বা কীভাবে এই হ্যাং হওয়ার সমস্যা দেখা দেয়? সেক্ষেত্রে বলি, কোনো স্মার্টফোনের প্রসেসর উন্নত মানের না হলে যদি সেটি বেশি ব্যবহার করা হয় তাহলে তা হ্যাং হয়। তাছাড়া স্মার্টফোনের স্টোরেজ ব্লক করে তাতে প্রচুর জিনিসপত্র আপলোড করা হলেও সেটি স্লো হয়ে যায়।

তাই আপনি স্মার্টফোন ব্যবহারের সময় এই জাতীয় সমস্যার সম্মুখীন হন তাহলে আপনাকে কিছুটা অ্যালার্ট হতে হবে। এক্ষেত্রে প্রথমে আপনাকে ফোনের কার্যক্ষমতা চেক করে দেখতে হবে। অন্যদিকে যদি আপনি স্মার্টফোনে গাদা গাদা জিনিস (অ্যাপ্লিকেশন, ফাইল) স্টোর করে রাখেন, তাহলে আপনাকে অপ্রয়োজনীয় জিনিসগুলি তাড়াতাড়ি ডিলিট করতে হবে।

এছাড়া মনে রাখবেন যে, অনেক সময় স্মার্টফোনের মাদারবোর্ডের সমস্যা হ্যাং হওয়ার ইস্যু সৃষ্টি করে। এই সমস্যাটির কারণে স্মার্টফোন সরাসরি বন্ধ হয়ে যেতে পারে। তাই এমন কোনো সমস্যা হলে আপনাকে সঙ্গে সঙ্গে ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। সফটওয়্যার বা হার্ডওয়্যার ইস্যুর ক্ষেত্রেও করতে হবে একই কাজ। প্রসঙ্গত উল্লেখ্য, ফোনটির পারফরম্যান্স ঠিকঠাক রাখতে আপনারা র‍্যাম ম্যানেজমেন্ট বা ক্লিনার অ্যাপ্লিকেশনের ব্যবহার করতে পারেন।