আইফোনের ফিচার এবার Nothing এর অ্যান্ড্রয়েড ফোনে, কি সুবিধা পাওয়া যাবে দেখে নিন

শীঘ্রই Nothing Phone 2-এর ব্যবহারকারীরা আই-মেসেজের আকর্ষণীয় ব্লু বাবল ফিচারের সাথে আইফোন ব্যবহারকারীদের সাথে চ্যাটিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন

সারা বিশ্বে Apple এর iPhone ব্যাপক জনপ্রিয়। কারণ এই ডিভাইসগুলিতে এমন কিছু ফিচার আছে যেগুলি অ্যান্ড্রয়েডে উপলব্ধ নয়। তবে এবার Android ব্যবহারকারীদের জন্য রয়েছে খুশির খবর। কারণ, এবার Apple-এর iMessage-এর সুবিধা মিলবে অ্যান্ড্রয়েড মডেলেও। সর্বপ্রথম Nothing Phone 2-এর ব্যবহারকারী এই সুবিধা পাবে, যার নাম Nothing Chat।

সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে, শীঘ্রই Nothing Phone 2-এর ব্যবহারকারীরা আই-মেসেজের আকর্ষণীয় ব্লু বাবল ফিচারের সাথে আইফোন ব্যবহারকারীদের সাথে চ্যাটিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

যদিও, সানবার্ড দ্বারা চালিত এই মেসেজিং ফিচার অ্যান্ড্রয়েডে দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে নাথিং-এর তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে মেসেজিং সার্ভিস প্রদানের সময় সানবার্ড ব্যবহারকারীর তথ্য কোনো থার্ড পার্টি সার্ভারে সংরক্ষণ করবে না বলেই নিশ্চিত করেছে।

জানা গেছে, নির্বিঘ্নে মেসেজ আদান-প্রদানের জন্য সানবার্ড মেসেজগুলিকে টেম্পোরারি ভাবে আইক্লাউডে স্টোর করে রাখা হবে। আর দুই সপ্তাহ পরে যাবতীয় তথ্য মুছে ফেলা হবে।

কিভাবে কাজ করবে Nothing Chat?

নাথিং চ্যাট অ্যাপটি ব্যবহারকারীদের ব্লু বাবল ফিচার সহ মেসেজ এক্সচেঞ্জ করতে সক্ষম করবে। তবে, এই অ্যাপটি বর্তমানে বিটা পর্যায়ে রয়েছে এবং বর্তমানে এটিকে আরো উন্নত করে তোলার চেষ্টা করা হচ্ছে।

নাথিং চ্যাট ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের আই-মেসেজের সাথে অ্যাপ সেটআপ করতে নিজের অ্যাপল আইডি দিয়ে লগইন করতে হবে।

Nothing Chat-এর উপলব্ধতা

উত্তর আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলিতে শুরুতে নাথিং চ্যাট লঞ্চ করা হবে। তবে, বাকি অঞ্চলে কবে এই পরিষেবা পাওয়া যাবে সেই সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। এছাড়াও, এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করা যাবে না, এটি Nothing-এর তরফ থেকে ক্রেতাদের সরাসরি অফার করা হবে।