OnePlus Buds 3: গমগমে সাউন্ড, ওয়ানপ্লাস নিয়ে এল নতুন ইয়ারবাড

চীনে Ace 3 স্মার্টফোনের পাশাপাশি OnePlus তাদের নতুন ইয়ারবাড OnePlus Buds 3 লঞ্চ করল । নতুন এই ইয়ারফোনটি ইন ইয়ার স্টেম লাইক স্টাইল ও গ্লসি ফিনিশ ডিজাইনে এসেছে। এছাড়া এর চার্জিং কেসটি আয়তাকার এবং গোলাকৃতির দু-ধরনেই পাওয়া যাবে। আর চার্জিং কেসের সামনে থাকছে ইন্ডিকেটর লাইট। চলুন দেখে নেওয়া যাক নতুন OnePlus Buds 3 ইয়ারবাডের দাম ও ফিচার।

OnePlus Buds 3-এর দাম ও লভ্যতা

চীনা বাজারে নতুন OnePlus Buds 3 ইয়ারবাড়েডের দাম ধার্য করা হয়েছে ৪৯৯ ইউয়ান (প্রায় ৫,৮৪৯ টাকা)। আগামী ৮ জানুয়ারি থেকে এটি চীনের বাজারে কেনার জন্য উপলব্ধ হবে। এটি স্পেস অ্যাস ও সানি সি ব্লু দুটি কালার অপশনে এসেছে।

OnePlus Buds 3-এর ফিচার

নতুন OnePlus Buds 3 ইয়ারবাড ১০.৪ এমএম কক্সিয়াল ডুয়াল উইনিট সহ এসেছে, যা দুর্দান্ত ডায়নামিক বেস এবং ট্রান্সপারেন্ট ট্রেবল অফার করার প্রতিশ্রুতি দেয়। সেই সঙ্গে এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকছে ১৫ হার্টজ থেকে ৪০ হার্টজ পর্যন্ত এবং এতে থাকছে এএসি এবং এসবিসি অডিও কোডেক সাপোর্ট। উপরন্তু হেয়ারেবলটিতে ৪৯ ডেসিবল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার ও এলএইচডিসি ৫.০ অডিও উপলব্ধ।

অন্যদিকে, নতুন এই ইয়ারবাডটিতে ৯৪ এমএস লো ল্যাটেন্সি সাপোর্ট করতে পারবে। আবার ৩ লেভেল এএনসি সাপোর্টের জন্য এতে রয়েছে তিনটি মাইক।

এবার আসা যাক OnePlus Buds 3 ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এটি চার্জিং কেস সমেত ২৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে। তবে এএনসি ফিচার বন্ধ থাকলে এর প্রত্যেকটি ইয়ারবাড ১০ ঘণ্টা পর্যন্ত এবং চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৪৪ ঘন্টা পর্যন্ত চলবে। আবার ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র ১০ মিনিট চার্জে অডিও ডিভাইসটি ৭০ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লে ব্যাক টাইম অফার করতে সক্ষম। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য OnePlus Buds 3 ইয়ারফোনে দেওয়া হয়েছে IP55 রেটিং।