ভারতে বাড়ছে মোবাইল ইন্টারনেটের স্পিড, ফিক্সড ব্রডব্যান্ডে ৭০তম স্থানে : Ookla

দেশের প্রথম সারির সবকটি টেলিকম অপারেটরের দাবী তারা উপভোক্তাকে সর্বোচ্চ গতিতে ইন্টারনেট ব্যবহারের আস্বাদ এনে দেবে! যদিও বাস্তবে এর উল্টো ঘটনাই দেখা যায়। ব্যবহারের প্রতিটি মুহূর্তে আমাদের ইন্টারনেট গতি বারবার হোঁচট খায়। তাই গড় ব্রডব্যান্ড দ্রুততার নিরিখে বিশ্বে আমাদের দেশের অবস্থান বেশ পেছনের দিকে। মোবাইল ডাউনলোড গতির ক্ষেত্রেও পরিসংখ্যান মোটেই ভালো নয়। তবেসমীক্ষাকারী সংস্থা ওকলা’র (Ookla) সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত জুন মাসে ইন্টারনেট সরবরাহকারী সংস্থাগুলি কিছুটা হলেও তাদের পরিষেবা উন্নত করার চেষ্টা করেছে।

ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিডের নিরিখে ভারত ৭০তম স্থানে

আজ্ঞে হ্যাঁ, জুন (২০২১) মাসে ওকলা’র‌ (Ookla) বিশ্বব্যাপী সমীক্ষায় গড় ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট গতির ক্ষেত্রে ভারতের কিছুটা অগ্রগমন লক্ষ্য করা গিয়েছে। প্রাপ্ত তথ্যের হিসেবে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট দ্রুততার বৈশ্বিক অবস্থান সূচকে আমরা আপাতত ৭০তম ক্রমে বিরাজ করছি। অপরপক্ষে মোবাইলে ইন্টারনেট দ্রুততার নিরিখে বৈশ্বিক তালিকায় তিন ধাপ এগিয়ে আমরা ১২২তম ক্রম দখল করে বসেছি!

প্রসঙ্গত, Ookla প্রতি মাসেই সারা বিশ্বে ইন্টারনেট পরিষেবার গতি সংক্রান্ত পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরে। তাদের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গিয়েছে যে, মে মাসের তুলনায় দেশে জুন মাসের ইন্টারনেট পরিষেবার দ্রুততা কিছুটা বেশী। ব্রডব্যান্ড গতির পাশাপাশি মোবাইল ইন্টারনেটের স্পিডের ক্ষেত্রেও সমীক্ষার ফলাফল উপভোক্তাদের আশ্বাস জুগিয়েছে।

সমীক্ষাকারী সংস্থার পেশ করা তথ্য অনুযায়ী জুন মাসে ভারতের ফিক্সড ব্রডব্যান্ড ডাউনলোড পরিষেবার গড় দ্রুততার সর্বোচ্চ নিদর্শন ৫৮.১৭ মেগাবাইট/সেকেন্ড (Mbps)। অাবার মে মাসে দেশে মোবাইল ডাউনলোডের গড় গতি যেখানে ১৫.৩৪ এমবিপিএস (Mbps) ছিলো, জুন মাসে তা বেড়ে হয়েছে ১৭.৮৪ এমবিপিএস (Mbps)। মোবাইল আপলোড গতির দিক থেকেও আমরা যে কিছুটা উন্নতি করেছি (৫.১৭ এমবিপিএস), Ookla -র পরিসংখ্যান থেকে সেই ব্যাপারটিও স্পষ্ট হয়েছে।

অবগতির জন্য জানিয়ে রাখি, মোবাইল ইন্টারনেট ডাউনলোড দ্রুততার নিরিখে Ookla -র বৈশ্বিক অবস্থান সূচকে সবথেকে উপরে রয়েছে সংযুক্ত আরব আমীরশাহী (ইউএই)। তারা গ্রাহকদের ১৯৩.৫১ এমবিপিএস গড় গতিবেগ সম্পন্ন মোবাইল ইন্টারনেট ডাউনলোড পরিষেবা ব্যবহারের সুযোগ দিয়েছে। ইউএই (UAE) -এর পরে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও কাতার। উল্লিখিত দুই দেশে মোবাইল ইন্টারনেট ডাউনলোডের গড় গতি যথাক্রমে ১৮০.৪৮ ও ১৭১.৭৬ এমবিপিএস।

ফিক্সড ব্রডব্যান্ড গড় দ্রুততার ক্ষেত্রে তালিকার প্রথম তিন স্থান দখলকারী দেশগুলি হলো মোনাকো, সিঙ্গাপুর এবং হংকং। এই তিনটি দেশে উপভোক্তারা যথাক্রমে ২৬০.৭৪, ২৫২.৬৮ ও ২৪৮.৯৪ এমবিপিএস (Mbps) গড় ইন্টারনেট গতি উপভোগ করছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন