আয় ফাঁকি দেওয়ার অভিযোগ, Oppo, Xiaomi-র অফিসে অভিযান চালালো আয়কর দপ্তর

সম্প্রতি আয়কর (আই-টি) বিভাগ, বিভিন্ন শহরে, Oppo ও তাদের চীনা ডিসট্রিবিউশন পার্টনার এবং ভারতের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা সংস্থা, Xiaomi-র কারখানায় অনুসন্ধান অভিযান চালিয়েছে। অবশ্য, দপ্তরের তরফে এর আগেও, দক্ষিণ ভারতীয় কারখানাগুলির মধ্যে কনট্রাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, রাইজিং স্টার ইন্ডিয়া এবং ডিক্সনের একাধিক ইউনিটে অভিযান চালানো হয়েছিল।

Oppo, Xiaomi-এর জন্য দিল্লি এনসিআর (NCR) এবং কর্ণাটকের ১৫ টি প্রাঙ্গনে অনুসন্ধান চালানো হয়েছে। গোয়েন্দা বিভাগীয় তথ্যের ভিত্তিতে, মূলত গোপন আয় এবং কর ফাঁকির বিষয়েই এই অনুসন্ধান অভিযানটি চালানো হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে, ওপ্পোর সমস্ত অংশীদারগুলির অফিসেই এই অভিযান শুরু হয়েছে। উন্নয়নমূলক কাজকর্মের সাথে যুক্ত এক আধিকারিক জানান, বিভিন্ন অধিদপ্তরের তরফে এই ফোন সংস্থাগুলির উপর অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। ভোর থেকে এই অভিযানগুলি শুরু হয়ে দিনের শেষ পর্যন্ত চলছে। সূত্র মারফত জানা গিয়েছে, এইসব স্মার্টফোন নির্মাতা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসস্থল ও অফিসগুলিতেও খুঁটিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

পাশাপাশি আরও জানা গিয়েছে, এই অভিযানগুলির পরেই ইডির (Enforcement Directorate) তরফেও বেশ কিছু অনুরূপ অভিযান চালানো হয়। সম্প্রতি, ইডি, Oppo-র চাইনিজ ডিস্ট্রিবিউশন পার্টনারকে শত কোটি টাকা জরিমানাও করেছে বলেও বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গিয়েছে। যদিও, Oppo, Xiaomi, Rising Star, এবং Dixon-এর থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।