ভারতে লঞ্চের আগেই iQOO 12-এর দাম অনলাইনে ফাঁস হয়ে গেল, কত খরচ হবে

নভেম্বরের প্রথমে চীনে ফ্ল্যাগশিপ iQOO 12 সিরিজ লঞ্চ করার পর, আইকো এবার আগামী ১২ ডিসেম্বর ভারতের বাজারে স্ট্যান্ডার্ড iQOO 12 মডেলটি রিলিজ করতে চলেছে৷ লঞ্চের আর খুব বেশি দিন বাকি না থাকায় ব্র্যান্ডটি ভারতে ফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার্স সামনে আনতে শুরু করেছে। এটি চীনের মতো একই বৈশিষ্ট্যের সাথেই বাজারে আসবে বলেই মনে করা হচ্ছে৷ ভারতে iQOO 12-এর দাম কত হতে পারে, এখন তার ইঙ্গিত দিয়ে একটি রিপোর্ট সামনে এসেছে।

ভারতে iQOO 12-এর দাম কত হবে

মাইস্মার্টপ্রাইসের দাবি, আইকো ৫৫,০০০ টাকারও কম মূল্যে আইকো ১২ ফোনটি এদেশে লঞ্চ করবে। আবার টিপস্টার মুকুল শর্মাও ইঙ্গিত করেছেন, ফোনটির রিটেইল বক্সে উল্লেখিত দাম হল ৫X,৯৯৯ টাকা। টিপস্টার দাবি করেন যে, আইকো ১২-এর সর্বোচ্চ খুচরো মূল্য (MRP) হল ৫৬,৯৯৯ টাকা এবং প্রকৃত মূল্য প্রায় ৫৩,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকার মধ্যে থাকতে পারে। ফোনটি এদেশে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে – ১২ জিবি র‍্যাম/২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম/৫১২ জিবি স্টোরেজ।

এই আকর্ষণীয় প্রাইস পয়েন্টগুলি ছাড়াও, যে বিষয়টি এই রিপোর্টটিকে আরও চিত্তাকর্ষক করে তুলেছে তা হল যে আইকো সম্প্রতি ভারতে তাদের বর্তমান প্রজন্মের আইকো ১১ মডেলের দাম ১৩,০০০ টাকা পর্যন্ত কমিয়েছে, ফলে এর প্রারম্ভিক দাম এখন ৪৯,৯৯৯ টাকায় এসে দাঁড়িয়েছে। যদি আইকো ১২ এই ফাঁস হওয়া প্রাইস পয়েন্টে লঞ্চ হয়, তাহলে হয়তো আগামী দিনে আইকো ১১-এর দাম আরও কমতে পারে।

iQOO 12-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

চীনে ১,২৬০ x ২,৮০০ পিক্সেল রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ এসেছে iQOO 12। ডিভাইসটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট চালিত, যা আইকোর নিজস্ব ই-স্পোর্টস চিপ, Q1 এবং Adreno 750 জিপিইউ-এর সাথে যুক্ত৷ ফোনটি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক অরিজিনওএস ৪ (OriginOS 4) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। এছাড়া, হ্যান্ডসেটটি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৪.০ UFS 4.0 স্টোরেজ সহ বিভিন্ন স্টোরেজ কনফিগারেশন অফার করে।

ক্যামেরার ক্ষেত্রে, iQOO 12-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর উপস্থিত রয়েছে৷ আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 12-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে।