Lamborghini: সবচেয়ে সস্তা গাড়ির দাম 3.6 কোটি, তা সত্ত্বেও 2022-এ ভারতে ল্যাম্বরঘিনির বিক্রি প্রায় দ্বিগুণ!

সাধারণ যাত্রীবাহী গাড়ির বাজার খারাপ গেলেও ২০২১ সালে ভারতে লাক্সারি গাড়ির বিক্রিবাটা ছিল অন্যান্য বছরের তুলনায় তাৎপর্যপূর্ণ হারে বেশি। এবার ইতালির অভিজাত গাড়ি প্রস্তুতকারী ল্যাম্বরঘিনি (Lamborghini) ২০২১-এ ভারতে তাদের ৬৯ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে বলে ঘোষণা করেছে। এর ফলে সংস্থাটির ৮৬ শতাংশ বিক্রির বৃদ্ধি হয়েছে। ২০২০-তে তাদের গাড়ি বিক্রির সংখ্যা ছিল মাত্র ৩৭ ইউনিট।

উচ্চমূল্যের কারণে ভারতে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী ল্যাম্বরঘিনি-র বেচাকেনা এমনিতেই কম। এদেশে সংস্থার গাড়ির দাম ৩.১৬ কোটি থেকে শুরু। সাধারণ মধ্যবিত্ত মানুষেরা সারা জীবনে হয়তো এত টাকা উপার্জন করতে পারেন না। অর্থনৈতিক মন্দার বাজারেও সংস্থাটির এই বিক্রি বৃদ্ধি একশ্রেণীর মানুষের আর্থিকভাবে ফুলে-ফেঁপে ওঠাকেই ইঙ্গিত করছে বলে মত বিশেষজ্ঞদের।

অন্যদিকে ২০২১-এ ভারতে ব্যবসা বৃদ্ধি ঘটেছে Mercedes-Benz, Audi ও BMW-র মতো সংস্থাগুলিরও। আবার প্রিমিয়াম গাড়ি কোম্পানিগুলির মধ্যে সেরা সংস্থা হিসেবে উঠে এসেছে Mercedes-Benz-এর নাম। গতগূ বছর জার্মান সংস্থার ভারতীয় শাখাটি মোট ১১,২৪২ ইউনিট গাড়ি বিক্রির মাধ্যমে ৪২.৫ শতাংশ ইয়ার-অন-ইয়ার ব্যবসা বৃদ্ধি ঘটিয়েছে।

২০২১-এ ল্যাম্বরঘিনি সমগ্র বিশ্বে তাদের সর্বকালের সর্বাধিক গাড়ি বিক্রি করেছে, যা ৮,৪০৫ ইউনিট। ২০২০ সালে এই সংখ্যাটি ছিল ৭,৪৩০ ইউনিট। যদি দেশ হিসেবে বিক্রিত সংখ্যা দেখা যায়, তবে আমেরিকাতে সবচেয়ে বেশি ২,৪৭২ ইউনিট গাড়ি সরবরাহ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১% অধিক। এরপরেই রয়েছে চীন (৯৩৫ ইউনিট, ৫৫% বেশি), জার্মানি (৭০৬ ইউনিট, ১৬% বেশি) ও ব্রিটেন (৫৬৪ ইউনিট, ৯% বেশি)। নিজের দেশ ইতালিতে বিক্রি হয়েছে ৩৫৯ ইউনিট, যা ৩% বেশি।

Lamborghini Urus Super SUV মডেলের গাড়িটি গত বছর সর্বাধিক বিক্রি হয়েছে, যা ৫,০২১ ইউনিট, এরপর V-10 চালিত Huracan, যার বিক্রির সংখ্যা ২,৫৮৬ ইউনিট। এবং পরবর্তী মডেলগুলি হল Huracan STO ও Aventadors। এদিকে চলতি বছরে মোট চারটি নতুন মডেলের গাড়ি নিয়ে আসতে চলেছে বলে জানিয়েছে সংস্থাটি।