Motorola-র প্রথম স্মার্টফোন হিসেবে Android 12 আপডেট পেল Moto G Pro

গতবছর জানুয়ারি মাসের শেষের দিকে Motorola Moto G Pro ফোনটি সংস্থার সর্বপ্রথম ফোন হিসেবে অ্যান্ড্রয়েড ১১- এর আপডেটটি পেয়েছিল। আর ঠিক এক বছর পরে আবারও এই মোটোরোলা হ্যান্ডসেটটিই কোম্পানির পক্ষ থেকে প্রথম অ্যান্ড্রয়েড ১২ আপডেটটি পেল। প্রসঙ্গত, ২০২০ সালের মে মাসে Motorola Moto G Pro ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর সহ লঞ্চ হয়। এতে ৪,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা রয়েছে।

পুনরায় Motorola Moto G Pro- ই হল সংস্থার প্রথম অ্যান্ড্রয়েড ১২ আপডেট পাওয়া ডিভাইস

এক্সডিএ ডেভেলপারস (XDA Developers)- এর রিপোর্ট অনুযায়ী, মোটোরোলা যুক্তরাজ্যে মোটো জি প্রো ফোনটির জন্য অ্যান্ড্রয়েড ১২ স্টেবল আপডেট রোল আউট করেছে। এই ফোনের জন্য লেটেস্ট সফ্টওয়্যার আপডেটটি (XT2043-7) S0PR32.44-11-8 বিল্ড নম্বর সহ এসেছে।

সেক্ষেত্রে আপনি যদি মোটোরোলার মোটো জি প্রো ব্যবহারকারী হন তাহলে নতুন সফ্টওয়্যার আপডেট এসেছে কিনা তা চেক করার জন্য, ফোনের সেটিংস > সিস্টেম > অ্যাডভান্সড > সিস্টেম আপডেটে যান। জানিয়ে রাখি, সকল ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ১২ আপডেট একসাথে নাও পেতে পারেন। কিছু ব্যবহারকারী এই আপডেট আগে পাবেন, অন্যদের অপেক্ষা করতে হতে পারে। কারণ আপডেটটি ব্যাচ ধরে রোল আউট করা হচ্ছে।

প্রসঙ্গত, মোটোরোলার নতুন এবং দামী স্মার্টফোনগুলির আগে প্রায় দুই বছরের পুরানো Moto G Pro মডেলগুলি অ্যান্ড্রয়েড ১২- এর আপডেটে অ্যাক্সেস পেয়েছে, কারণ এটি অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অংশ। তবে Motorola Moto G Pro ভবিষ্যতে আর কোনো অ্যান্ড্রয়েড আপডেট পাবে না, কিন্তু প্রায় এক বছরের জন্য সেফটি প্যাচ পেতে থাকবে। এই ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রে আবার Moto G Stylus নামে পরিচিত, তবে ডিভাইসটির এই ভ্যারিয়েন্টটি অ্যান্ড্রয়েড ১২ -এর জন্য যোগ্য নয়, কারণ এটি অ্যান্ড্রয়েড ১২- এর অংশ নয়।

উল্লেখ্য, মোটোরোলার তরফে এখন যেহেতু অ্যান্ড্রয়েড ১২ আপডেট রোলআউট শুরু করা হয়েছে, আশা করা যায় যে, শীঘ্রই সংস্থার আরও অনেকগুলি হ্যান্ডসেট এই সফটওয়্যার আপডেট পাবে।