ইলেকট্রিক বিলের খরচ কমাতে চান? এই চারটি হোম অ্যাপ্লায়েন্সের ব্যবহার এখনই বন্ধ করুন

চলতি সময়ে প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত রয়ে গিয়েছে আমজনতার। গরমের হাত থেকে বাঁচতে প্রায় সব জায়গাতেই সারাদিন ধরে চলছে এসি কিংবা ফ্যান। তবে এতে সাময়িকভাবে শারীরিক স্বস্তি মিললেও পকেটের অস্বস্তি বাড়াচ্ছে ইলেকট্রিক বিল। ফলে দিন-কে-দিন তাপমাত্রার পারদ যেমন চড়চড় করে বাড়ছে, ঠিক সেইসাথে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলেকট্রিক বিলের খরচ! আর এই চরম মূল্যবৃদ্ধির যুগে মাসের শেষে গোছা গোছা টাকা ইলেকট্রিক অফিসে জমা দিতে দিতে সাধারণ মানুষ রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার খুব সহজ একটি উপায় রয়েছে, আর সেটার কথাই আমরা আপনাদেরকে এই প্রতিবেদনে জানাতে চলেছি।

পারতপক্ষে ইলেকট্রিক খরচ বাড়ায় কিছু গ্যাজেট, অ্যাপ্লায়েন্স। তাই আপনারা যদি বাড়িতে বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার করা বন্ধ করে দেন, তাহলে দেখবেন যে মাসের শেষে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসছে। অর্থাৎ সহজ কথায় বললে, নির্দিষ্ট কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা বন্ধ করে দিলেই মাসের শেষে ইলেকট্রিক বিল জমা দিতে গিয়ে আর মধ্যবিত্তের পকেটে টান পড়বে না। তাহলে চলুন, এমনই চারটি হোম অ্যাপ্লায়েন্সের কথা জেনে নেওয়া যাক।

১. এয়ার ফ্রায়ার

স্বাস্থ্যসচেতন মানুষদের মধ্যে আজকাল এয়ার ফ্রায়ারের জনপ্রিয়তা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিনা তেলে সুস্বাদু খাবার তৈরি করে দেয় বলে এখন অনেকেই এই ডিভাইসটি ব্যবহার করছেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে, এয়ার ফ্রায়ার কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ করে। ফলে এই যন্ত্রটি ব্যবহার করলে আপনার রান্নার তেলের খরচ খানিকটা কমলেও ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই মাত্রাতিরিক্ত বিলের বোঝা কমাতে চাইলে এয়ার ফ্রায়ার ব্যবহার না করাই শ্রেয়।

২. গিজার

গিজার এমন একটি হোম অ্যাপ্লায়েন্স যেটি মূলত শীতকালে প্রায় প্রতিটি বাড়িতেই ব্যবহৃত হয়। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা গ্রীষ্মকালেও গিজার ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে, গিজারও কিন্তু অনেকটাই বিদ্যুৎ খরচ করে। ফলে বাড়িতে ইলেকট্রিক বিলে লাগাম পরাতে চাইলে খুব প্রয়োজন ছাড়া গিজার কোনোমতেই ব্যবহার করবেন না।

৩. সিরামিক রড

যাদের বাড়িতে গিজার নেই, তারা জল গরম করার জন্য সিরামিক রড ব্যবহার করেন। তবে প্রয়োজনের তুলনায় অত্যধিক পরিমাণে এই জিনিসটি ব্যবহার করলে কিন্তু আপনার বিদ্যুতের বিলের খরচ হু হু করে বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই মাসের শেষে মোটা টাকা ইলেকট্রিক অফিসে জমা দিতে না চাইলে প্রয়োজনমাফিক সিরামিক রোড ব্যবহার করুন।

৪. হ্যালোজেন লাইট

কেউ কেউ বাড়ির বাগানে বা বাড়ির বাইরে হ্যালোজেন লাইট লাগান, যা বিদ্যুতের বিলের খরচ অনেকটাই বাড়িয়ে দেয়। তাই ইলেকট্রিক বিলে লাগাম পরাতে চাইলে হ্যালোজেন লাইটের পরিবর্তে এলইডি (LED) লাইট ব্যবহার করুন। এতে বিদ্যুতের খরচ প্রচুর পরিমাণে কমানো সম্ভব হবে, ফলে মাসের শেষে ইলেকট্রিক বিলও অনেকটাই কম আসবে।