Redmi: রেডমির এই দুই স্মার্টফোনে নতুন Android 12 ও MIUI 13 আপডেট এল

শাওমি সম্প্রতি চলতি বছরের প্রথমার্ধে Android 12 নির্ভর MIUI 13 আপডেটের গ্লোবাল রোলআউটের পরিকল্পনার কথা জানিয়েছিল। সেই মতো শাওমি গোষ্ঠীর প্রথম বাজেট স্মার্টফোন হিসেবে গতকাল MIUI 13 আপডেট পেয়েছে Redmi 10। আর এখন একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Redmi Note 8-এর 2021 সংস্করণ এবং Redmi Note 10 Pro হ্যান্ডসেট Android 12-এ আপডেট করা শুরু হয়েছে।

Redmi Note 8 (2021)-এর গ্লোবাল সংস্করণে আপডেটটি রোলআউট করা হয়েছে। এর ফার্মওয়্যার ভার্সন V13.0.2.0.SCUMIXM এবং সাইজ ২.৭ জিবি। এতে জানুয়ারির সিকিউরিটি প্যাচ বান্ডেল করা হয়েছে। আপডেটটি ‘স্টেবেল বিটা’-র পর্যায়ে আছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, এখনই সবাই না পেলেও বাগ-ফ্রী নিশ্চিত করার পর আরও ইউজারের কাছে আপডেট পৌঁছবে।

অন্য দিকে, MIUI 13 প্রাপ্ত আরেকটি ফোন হল Redmi Note 10 Pro৷ তবে শুধুমাত্র ইউরোপীয় অঞ্চলে ডিভাইসটির ব্যবহারকারীরা নতুন আপডেট পেতে শুরু করেছেন বলে জানা গিয়েছে। এটিও স্টেবেল বিটা হিসেবে রোলআউট চলছে৷ সাইজ ৩.৩ জিবি।

প্রসঙ্গত, ইউরোপের বাইরেও খুব শীঘ্রই Redmi Note 10 Pro ব্যবহারকারীরা আপডেটটি পাবেন বলে আশা করা যায়। আবার ভারতে MIUI 13 ইউজারেরা খুব তাড়াতাড়ি MIUI 13 আপডেট পাবে বলে অনুমান। কারণ এটি বিভিন্ন দেশে Redmi Note 10 Pro নামে রিব্র্যান্ডেড।