Motorola লঞ্চ করল নতুন বাজেট স্মার্টফোন, বড় ব্যাটারি, ওয়াটারপ্রুফ ফিচার

মোটোরোলা (Motorola) গত বছর আমেরিকায় Moto G Play 2021 লঞ্চ করেছিল। এটি Qualcomm Snapdragon 460 প্রসেসর এবং অন্যান্য এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশন সহ একটি বাজেট ৪জি স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করে। আর এখন, ব্র্যান্ডটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে Moto G Play (2023) নামে এর উত্তরসূরি মডেলটি লঞ্চ করেছে৷ এই নতুন মোটো ফোনটি এলসিডি ডিসপ্লে, একটি MediaTek Helio G37 চিপসেট, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে নবাগত Moto G Play (2023)-এর দাম ও সকল স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক৷

মোটো জি প্লে (২০২৩)-এর স্পেসিফিকেশন – Moto G Play (2023) Specifications

নতুন মোটো জি প্লে (২০২৩) একটি কার্ভড ব্যাক সহ একটি কার্ভড এজ ডিজাইনের সাথে এসেছে। এটিতে ৬.৫ ইঞ্চির আইপিএস টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭২০ × ১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন অফার করে৷ স্ক্রিনটির ওপরে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করছে এবং ডিসপ্লেটি চওড়া চিন সহ লক্ষনীয় বেজেল দ্বারা বেষ্টিত। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। আবার ব্যবহারকারীরা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ সম্প্রসারণও করতে পারবেন। মোটো জি প্লে (২০২৩) অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Moto G Play (2023)-এর ব্যাক প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ডের ভিতরে একটি এলসিডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অন্তর্ভুক্ত রয়েছে। এই সেটআপের মধ্যে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে পাঞ্চ-হোল কাটআউটে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

Moto G Play (2023) অটো স্মাইল ক্যাপচার, স্মার্ট কম্পোজিশন এবং ডুয়েল ক্যাপচারের মতো একাধিক এআই (AI)-সক্ষম ক্যামেরা ফিচারও অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G Play (2023) হ্যান্ডসেটটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আইপি৫২ (IP52) রেটিং-প্রাপ্ত জল-প্রতিরোধী বিল্ড রয়েছে।

মোটো জি প্লে (২০২৩)-এর দাম ও লভ্যতা – Moto G Play (2023) Price and Availability

মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা-উভয় মার্কেটেই মোটো জি প্লে (২০২৩)-এর একমাত্র ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৬৯.৯৯ ডলার (প্রায় ১৪,০০০ টাকা)৷ এটি দুই দেশে একই দিনে, ১২ জানুয়ারি বিক্রির জন্য উপলব্ধ হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অ্যামাজন, বা বেস্ট বাই এর মাধ্যমে ফোনটি কিনতে পারবেন।