IPL 2024: দলগুলির‌ জার্সিতে তিনটি রঙে নিষেধাজ্ঞা লাগালো BCCI, হঠাৎ কেন‌ এমন সিদ্ধান্ত?

অতীতে আইপিএলে অনেক দলের জার্সিতে উপরিউক্ত বেশ কিছু রঙ ব্যাবহার করা হলেও, বর্তমানে বিসিসিআইয়ের নিষেধাজ্ঞা জারি করায় আর কোনো দলের জার্সিতে সেই রঙগুলির অস্তিত্ব নেই।

আর মাত্র ৪ দিন পরেই শুরু বিশ্বের সবথেকে জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024)। হাতে আর মাত্র এই কটি দিন পড়ে থাকায় ইতিমধ্যে আইপিএল নিয়ে নানা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। সেগুলির মধ্যে একটি হল আইপিএলের অধিকাংশ দলের জার্সি নীল এবং বর্তমানে লাল রঙের দিকেও যেতে দেখা গেছে বেশ কিছু ফ্র‍্যাঞ্চাইজিকে। এত রঙ থাকতে এই দুটি রঙেই কেন থেমে অধিকাংশ আইপিএল দল, সেই বিষয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি যা খবর উঠে আসছে, তা হল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আইপিএল থেকে বেশ কিছু জার্সির রঙ নিষিদ্ধ করেছে। সেই রঙ গুলি হল সিলভার অথবা রৌপ্য, ধূসর এবং সাদা। বিসিসিআইয়ের এই রঙগুলি নিষিদ্ধ করার পিছনে কারণ হল, এই রঙগুলির সাথে বল দেখা কিছুটা অসুবিধা হয়ে থাকে ক্রিকেটারদের জন্য। তাই এই রঙগুলির উপর একেবারের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে বিসিসিআই।

অতীতে অনেক দলের জার্সিতে উপরিউক্ত এই তিনটি রঙ ব্যাবহার করা হলেও, বর্তমানে বিসিসিআইয়ের নিষেধাজ্ঞা জারি করায় আর কোনো দলের জার্সিতে এই রঙগুলির অস্তিত্ব নেই। তবে অতীতে আমরা কিংস ইলেভেন পাঞ্জাবকে (বর্তমান পাঞ্জাব কিংস) এই রঙগুলি ব্যাবহার করতে দেখেছি। কিন্তু বর্তমানে তারা লাল-হলুদ এবং নীল রঙের সংমিশ্রনে জার্সি তৈরী করেছে আসন্ন আইপিএলের জন্য। এছাড়া আরও কয়েকটি দলও এই রঙ ব্যাবহার করতো।

বিসিসিআই এই রঙগুলি বেশ কয়েকবছর আগে নিষিদ্ধ করলেও, এটি জানা গেছে সম্প্রতি পাঞ্জাব কিংসের (Punjab Kings) জার্সি উন্মোচন ইভেন্ট থেকে। সেখানে পাঞ্জাব দলের মালিক প্রীতি জিনতার (Preity Zinta) সামনে এই রঙ পরিবর্তন তথা সোশ্যাল মিডিয়ায় লাল ও নীল রঙের ব্যাবহার নিয়ে একাধিক ভক্তের কথা ওঠায়, তিনি তাদের অতীতের রঙ কিছুটা লাল এবং সিলভার কালারের জার্সির প্রসঙ্গ টেনে বিসিসিআইয়ের নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন।