সুখবর, ফ্লিপকার্ট বিগ বাঁচাত সেলে দাম কমলো Vivo, Poco, Realme, Motorola-র 5G স্মার্টফোনের

শুরু হয়েছে Flipkart Big Bachat Days Sale, যা চলবে আগামী ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত

আপনি যদি এই মুহূর্তে কোনো 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে, এটাই হচ্ছে সঠিক সময়। কারণ, শুরু হয়েছে Flipkart Big Bachat Days Sale, যা চলবে আগামী ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই সেলে বিভিন্ন 5G স্মার্টফোন পাওয়া যাবে বাম্পার ডিসকাউন্টে। এই প্রতিবেদনে আমরা এমন ১২টি 5G স্মার্টফোনের কথা জানাবো, যেগুলি সেলে ১৫,০০০ টাকারও কমে পাওয়া যাচ্ছে।

১) Poco M6 5G –

বর্তমানে ফ্লিপকার্ট বিগ বাঁচাত ডেজ সেলে এই ডিভাইসটির ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট ৯৯৯৯ টাকায়, ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট ১০,৯৯৯ টাকায় এবং ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আর এই ডিভাইসের সাথে ব্যাঙ্ক অফারের সুবিধাও পাওয়া যাবে।

ফিচারের কথা বললে Poco M6 5G ডিভাইসে আছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

২) itel P55 5G

itel-এর এই ৫জি স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ৯,৯০৪ টাকায় এবং ১২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি কেনার সুযোগ থাকছে ১২,৯৯০ টাকায়। এছাড়াও, এর সাথে পাওয়া যেতে পারে বিভিন্ন ব্যাঙ্ক অফার।

আর itel P55 5G ফোনে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে।

৩) Lava Blaze 2 5G

এই সেলে লাভা ব্লেজ ২ ৫জি এর ৪ জিবি র‍্যাম এবং ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট দুটি পাওয়া যাচ্ছে যথাক্রমে ১০,২৫০ টাকায় এবং ১১,৩৮০ টাকায়। এছাড়াও, ব্যাঙ্ক অফারের মাধ্যমে এই ফোনের দাম কিছুটা কমিয়েও ফেলতে পারবেন।

আর Lava Blaze 2 5G ডিভাইসে দেওয়া হয়েছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও, এতে ডাইমেনসিটি ৬,০২০ প্রসেসর, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারিও উপস্থিত।

৪) Vivo T2X 5G –

এই ডিভাইসটির ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি এখন কিনতে পারবেন ১১,৯৯৯ টাকায়। আর ৬ জিবি র‍্যাম এবং ৮জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন যথাক্রমে ১২,৯৯৯ এবং ১৪,৯৯৯ টাকায়। উল্লেখ্য, তিনটি ভ্যারিয়েন্টেই ১২৮ জিবি স্টোরেজ বিদ্যমান। এছাড়াও, এর সাথে পেয়ে যাবেন বিভিন্ন ব্যাঙ্ক ডিসকাউন্ট।

ফিচারের কথা বললে, এই ফোনে আছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারিও উপস্থিত, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

৫) Motorola G34 5G –

ফ্লিপকার্ট সেলে এই ডিভাইসের ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটি পাওয়া যাবে যথাক্রমে ১০,৯৯৯ টাকায় এবং ১১,৯৯৯ টাকায়। এছাড়াও, ব্যাঙ্ক অফারের মাধ্যমে ডিভাইসের দাম কিছুটা কমিয়ে ফেলাও যাবে।

এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও, পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং ২০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারিও বিদ্যমান।

৬) Realme 11x 5G –

ফ্লিপকার্টের এই সেলে ব্যাঙ্ক অফার সহ Realme-এর এই হ্যান্ডসেটটিকে ১৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। যাতে আছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৩৩ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও, পারফরম্যান্সের জন্য আছে ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর।

৭) Infinix Note 3 5G –

এখন ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ইনফিনিক্স-এর এই ৫জি স্মার্টফোনের ৬ জিবি ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্ট থেকে ১৪,৯৯৯ টাকায় কিনে ফেলতে পারবেন।

যাতে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি ৬০২০ প্লাস প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএইচ ব্যাটারি। এছাড়াও, এতে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৮) Poco M6 Pro 5G –

এই সেলে আপনি পোকোর এই ডিভাইসটির ৪ জিবি এবং ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট দুটি কিনতে পারবেন ১০,৯৯৯ টাকায় এবং ১২,৯৯৯ টাকায়। পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় ব্যাঙ্ক ডিসকাউন্টও।

ফিচারের কথা বললে এতে আছে, ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৯) Motorola G54 5G –

Motorola-র এই ডিভাইসের ৪ জিবি এবং ৬ জিবি ভ্যারিয়েন্ট দুটিই এই মুহূর্তে ফ্লিপকার্টে বিদ্যমান। আর যেগুলি আপনি নিজের করে নিতে পারবেন যথাক্রমে ১২,৯৯৯ টাকায় এবং ১৪,৯৯৯ টাকায়।

ডিভাইসে আছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর এতে ৬০০০ এমএএইচ-এর ব্যাটারিও উপস্থিত,যা ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট করে। আর ক্যামেরার কথা বললে এতে আছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। হ্যান্ডসেটটিতে সেলফি এবং ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে।

১০) Poco X5 5G –

এই মুহূর্তে এই ডিভাইসটি ৪ জিবি এবং ৮ জিবি র‍্যাম এই দুটি ভ্যারিয়েন্টে ফ্লিপকার্টে উপলব্ধ। আর এর দাম যথাক্রমে ১২৯৯৯ টাকা এবং ১৩,৯৯৯ টাকা।

ফিচারের কথা বললে, এই ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে উপস্থিত। ফটোগ্রাফির অভিজ্ঞতা সুন্দর করার জন্য এতে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আবার ফ্রন্টে আছে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও, ডিভাইসটিতে আছে স্ন্যাপড্রাগণ ৬৯৫ প্রসেসর এবং ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ-এর ব্যাটারি।

১১) Realme C67 5G –

অন্যান্য ফোনগুলির মতো Realme-এর এই ফোনটির ৪ জিবি র‍্যাম এবং ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট দুটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। যে গুলির দাম যথাক্রমে ১২,৯৯৯ এবং ১৪৯৯৯ টাকা নির্ধারিত করা হয়েছে।

আর এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য আছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিং-এর জন্য ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫,০০০ এমএএইচ-এর ব্যাটারি, যা ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

১২) Samsung Galaxy M14 5G –

এখন Samsung Galaxy M14 5G ডিভাইসটির ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটি ফ্লিপকার্টে ১১,৯৯৮ টাকা এবং ১২,২৯৩ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়াও, এর সাথে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট।

আর ফিচারের কথা বললে এই ডিভাইসে আছে, ৬.৬ ইঞ্চির ডিসপ্লে। আর অসাধারণ ছবি ক্যাপচার করার জন্য এতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর সেলফি এবং ভিডিও কলিং-এর জন্য ১৩ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরাও বিদ্যমান। পারফরম্যান্সের জন্য আবার এতে ব্যবহার করা হয়েছে এক্সিনস ১৩৩০ প্রসেসর। এছাড়াও, পাওয়ার ব্যাকআপ হিসেবে ৬০০০ এমএএইচের ব্যাটারিও উপস্থিত।