পরে পস্তাবেন! Moto G31 ক্রেতাদের সর্তক করল Infinix

ইনফিনিক্স ইন্ডিয়া তাদের ১৩ ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলা Infinix Note 11- স্মার্টফোনটির বিজ্ঞাপনী প্রচারে, জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি, মোটোরোলার, সদ্য বাজারে আসা Motorola G31-ফোনটির সাথে প্রকাশ্যেই প্রতিদ্বন্দ্বীতার সুর চড়াল। কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের একটি সাম্প্রতিক হেঁয়ালিপূর্ণ টুইটে সেই ইঙ্গিতই ধরা পড়েছে। প্রসঙ্গত, Infinix Note 11-ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করে ফেলেছে। এবার, ভারতের বাজারেও পা রাখতে চলেছে এই আকর্ষণীয়, অত্যাধুনিক স্মার্টফোনটি।

মোটোরোলার কার্ভড ডিজাইনের চিত্তাকর্ষক মোটো জি৩১ ফোনটি নভেম্বরের ২৯ তারিখ ভারতে লঞ্চ হয়। কয়েকদিন আগে ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হয়। তবে, ইনফিনিক্স ইন্ডিয়া, সামাজিক গণমাধ্যমে একটি সাম্প্রতিক টুইটের দ্বারা, মোটো জি৩১ ক্রেতাদের উদ্দেশ্যে এক ব্যঙ্গাত্মক ট্যাগলাইন ছুঁড়ে দিয়েছে। যেখানে তারা বলতে চেয়েছে, ‘পরে পস্তাবেন।’ পাশাপাশি, তাদের আসন্ন ইনফিনিক্স নোট ১১ মডেলটি যে অনায়াসেই মোটো জি৩১ কে টেক্কা দেবে, এমন দাবিও করেছে তারা। হংকংয়ের স্মার্টফোন প্রস্তুতকারক তাদের নতুন মডেল, ইনফিনিক্স নোট ১১ ও মোটোরোলা জি৩১ এর ফিচারগুলির তুলনা করে একটি ছবিও প্রকাশ করেছে তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে। আসুন দেখে নেওয়া যাক, প্রকাশিত ছবিটির দ্বারা ফোনদুটির কোন কোন বিশেষ ফিচারগুলি সামনে উঠে এলো।

Infinx Note 11 Vs Motorola Moto G31: প্রসেসর

ইনফিনিক্স নোট ১১ ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহৃত হয়েছে। অন্যদিকে, লেটেস্ট মোটো জি৩১ সেটটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত।

Infinx Note 11 Vs Motorola Moto G31: ডিসপ্লে

ইনফিনিক্স নোট ১১ ফোনে পাওয়া যাবে ৬.৭ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যেখানে মোটো জি৩১ ফোনে উপস্থিত রয়েছে ৬.৪৬ ইঞ্চির FHD+ ডিসপ্লে।

Infinx Note 11 Vs Motorola Moto G31: চার্জিং ক্যাপাসিটি

চার্জিং ক্যাপাসিটির দিক দিয়েও বেশ কিছুটা এগিয়েই রয়েছে Infinix Note 11। এতে ৫,০০০ এমএএইচ (mAh) ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অন্যদিকে, একই ব্যাটারি ক্যাপাসিটি যুক্ত মোটো জি৩১ ফোনটিতে ২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাওয়া যাচ্ছে।

এছাড়াও, ভারতের আসন্ন, নয়া Infinix Note 11-ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ডুয়েল DTS স্পিকার, রিয়ার প্যানেলে কোয়াড এলইডি (LED) ও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাসহ ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং সামনের অংশে ১৬ মেগাপিক্সেলের ডুয়েল এলইডি ফ্রন্ট ক্যামেরা।

অন্যদিকে, আলোচিত Motorola G31 ফোনটির অন্যান্য উল্লেখ্য ফিচারগুলির মধ্যে বিদ্যমান রয়েছে ১.৮ ফোকাল অ্যাপারচার যুক্ত লেন্স ও কোয়াড পিক্সেল টেকনোলজি বিশিষ্ট ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর। প্রসঙ্গত, ফোনটি ভারতে, ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র‌্যাম যুক্ত ভ্যারিয়েন্টটির দাম ১২,৯৯৯ টাকা এবং অপরটির দাম ১৪,৯৯৯ টাকা রাখা হয়েছে।