ক্যামেরায় উঠবে সেরা ছবি, নতুন স্মার্টফোন নিয়ে বড় দাবি করল Poco

জনপ্রিয় যুব-কেন্দ্রিক স্মার্টফোন ব্র্যান্ড পোকো (Poco) এই মুহূর্তে মিড-রেঞ্জ এবং বাজেট সেগমেন্টে তিনটি নতুন ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এগুলি হল Poco X6 5G ও Poco X6 Pro 5G সমন্বিত নতুন Poco X6 5G সিরিজ এবং অন্যটি হল Poco M6 Pro 4G। আগামী ১১ জানুয়ারি ভারতের বাজারে এই হ্যান্ডসেটগুলি পা রাখবে বলে নিশ্চিত করা হয়েছে৷ বর্তমানে, এই মিড-রেঞ্জ এবং বাজেট রেঞ্জের ফোনগুলির প্রতি ক্রেতাদের আকৃষ্ট করতে ব্র্যান্ডের তরফে বিভিন্ন বৈশিষ্ট্যকে তুলে ধরে একাধিক টিজার প্রকাশ করা হচ্ছে। আর এখন সেরকমই একটি টিজার Poco X6 Pro 5G-এর ক্যামেরা সম্পর্কিত আকর্ষণীয় তথ্য সামনে আনা হয়েছে।

প্রকাশিত হল Poco X6 Pro 5G-এর ক্যামেরা স্পেসিফিকেশন

পোকো ইন্ডিয়া-র এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেয়ার করা নতুন টিজারটি পোকো এক্স৬ প্রো-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল প্রাইমারি সেন্সরের উপস্থিতি নিশ্চিত করেছে এবং এতে ২X ইন-সেন্সর জুম সাপোর্ট করবে বলেও জানিয়েছে। এরসাথে একটি ভিডিও টিজারে, কোম্পানি পোকো এক্স৬ প্রো ৫জি-এর ক্যামেরা মডিউলের ডিজাইনও প্রকাশ করেছে, যা একটি এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল-ক্যামেরা সেন্সর বহন করবে। স্মার্টফোনটি আগামী ১১ জানুয়ারি বিকেল ৫:৩০ টায় ভারতের বাজারে লঞ্চ করা হবে এবং এক্সক্লুসিভলি ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রির জন্য উপলব্ধ হবে।

Poco X6 Pro এবং Poco X6 5G-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

আগের রিপোর্ট থেকে জানা গেছে যে, পোকো এক্স৬ প্রো ৫জি এবং পোকো এক্স৬ ৫জি এমআইইউআই ১৪ (MIUI 14)-এর পরিবর্তে নতুন হাইপারওএস (HyperOS) সফটওয়্যারের সাথে লঞ্চ হবে৷ জানা গেছে পোকো এক্স৬ প্রো ৫জি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা প্রসেসরটি ব্যবহৃত হবে৷ এটি মিডিয়াটেকের একটি হাই-মিড-রেঞ্জ চিপসেট, যা ফ্ল্যাগশিপ-গ্রেড পারফরম্যান্স অফার করতে সক্ষম।

এছাড়াও, Poco X6 Pro 5G-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এনেবল ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে৷ Poco X6 Pro 5G সম্প্রতি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যেখানে এটি ১৪,৬৪,২২৮ পয়েন্টের আশাপ্রদ স্কোর অর্জন করতে সমর্থ হয়েছে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Poco X6 5G ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর, ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি অফার করবে বলে জানা গেছে৷ অনলাইনে কিছু ফাঁস হওয়া রেন্ডার একাধিক কালারের অপশনগুলিকেও প্রদর্শন করেছে। আশা করা যায় Poco X6 সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের আগে আগামী কয়েক দিনের মধ্যে এই স্মার্টফোনগুলির সম্পর্কে আরও তথ্য সামনে আসবে।