সস্তা Hero Destiny 125 স্কুটারে জুড়লো কার্যকরী হিরো কানেক্ট টেকনোলজি

ক্লাউড বেসড কানেক্টিভিটি সলিউশনের সূচনা প্রথমে ফ্ল্যাগশিপ বাইকে হলেও, সময়ের সাথে সাথে এই স্মার্ট কানেক্টিভিটি ফিচার এখন কমিউটার টু-হুইলারেও চলে এসেছে। ভারতীয় টু-হুইলার নির্মাতাদের মধ্যে TVS , SmartXonnect নামে ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম অফার করে থাকে। আবার Royal Enfield, Tripper নামে নেভিগশন সিস্টেম অফার করে। অন্যদিকে ভারত তথা বিশ্বের এক নম্বর টু-হুইলার ব্র্যান্ড Hero Moto Corp এর কানেক্টেড টেকনোলজির নাম Hero Connect। এই ধরনের প্রযুক্তি উপস্থিত থাকলে, ডেডিকেটেড মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে টু-হুইলারের ইনস্ট্রুমেন্ট কনসোলের সাথে নিজের স্মার্টফোন কানেক্ট করার পর রাইডার একগুচ্ছ ফিচার ও ফাংশন উপভোগের সুবিধা নিতে পারেন। হিরো কানেক্ট-এর কথা বললে, হিরোর অল্প কয়েকটি মডেলেই ফিচারটি উপলব্ধ। তবে এই ব্লুটুথ বেসড কানেক্টিভিটি ফিচার এখন হিরোর জনপ্রিয় স্কুটার Destiny 125 এর সাথে জুড়ে গেল।

Hero Connect এর প্রসঙ্গে আসলে, এটির সাহায্যে চালক সেফটি ও সিকিউরিটি ফিচারের উপযোগিতা পাবেন এবং ড্রাইভিং রিপোর্ট অ্যাক্সেস করতে পারবেন। ড্রাইভিং রিপোর্টে ট্রিপ অ্যানালিসিস, ড্রাইভিং স্কোর ও স্পিড এলার্ট পাওয়া যাবে৷ বিগত ছয় মাসে কতটা দূরন্ত অতিক্রম করা হয়েছে, কত সময় লেগেছে বা কোন রুট নেওয়া হয়েছে এই বিষয়ক ডেটাগুলি ট্রিপ অ্যানালিসিসের মাধ্যমে পাওয়া যাবে। আবার ড্রাইভিং স্কোর হচ্ছে অনেকটা মার্কশিটের মতো। বাইক বা স্কুটার কতটা ভালো ভাবে ও নিয়ম মেনে চালানো হয়েছে তার ভিত্তিতে এই ড্রাইভিং স্কোর দেওয়া হয়।

অন্যদিকে আপনি টু-হুইলারে একটি নির্দিষ্ট স্পিড লিমিট সেট করে রাখতে পারবেন। তার বেশি গতিবেগে চালালেই অ্যাপ নোটিফিকেশন রূপে স্পিড এলার্ট চলে আসবে। হিরো কানেক্টের সিকিউরিটি ফিচারের মধ্যে আছে লাইভ ট্র্যাকিং, থেফ্ট এলার্ট, জিও ফেন্সিং এলার্ট এবং হিরো লোকেট। এগুলি চুরি আটকানোর জন্যও বেশ কার্যকরী। জিপিএস ইন্টিগ্রেটেড থাকার ফলে বাইকের রিয়েল-টাইম লোকেশন ডেটাও পাওয়া যাবে।

আবার কোনো দূর্ঘটনার সম্মুখীন হলে বা বাইক/স্কুটার পড়ে গেলে সিস্টেম সেটি ডিটেক্ট করে তৎক্ষণাৎ রেজিস্ট্রার্ড নম্বরে ও এমার্জেন্সি কনট্যাক্টে এসএমএস পাঠিয়ে দেবে। হিরো কানেক্ট বার্ষিক ৪,৯৯৯ টাকার সাবস্ক্রিপশন চার্জ দিয়ে অ্যাক্সেসরি হিসেবে কেনা যাবে। ফিচারটি উপভোগ করার জন্য আপনাকে হিরো মটো কর্পের ওয়েবসাইটে – গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর, শহর, ও মডেল সিলেক্ট করতে হবে৷ তারপর হিরোর তরফে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন