Huawei Mate X3 আসছে 66W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ, দেখা গেল 3C সার্টিফিকেশন সাইটে

গতমাসে PAL-AL000 মডেল নম্বর সহ একটি হুয়াওয়ে (Huawei) ডিভাইস চীনের TENAA সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করে। অনুমান করা হচ্ছে, এই ৪জি এলটিই কানেক্টিভিটি যুক্ত ডিভাইসটি চীনের বাজারে Huawei Mate X3 নাম সহ আত্মপ্রকাশ করবে। TENAA- এর লিস্টিং থেকে এই ডিভাইসটির কয়েকটি স্পেসিফিকেশনও প্রকাশ্যে আসে। আর এবার এই একই মডেল নম্বরের হুয়াওয়ে স্মার্টফোনটি চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইট থেকেও অনুমোদন লাভ করেছে এবং এই সাইট থেকে ফোনটির চার্জিং সাপোর্ট সম্পর্কিত তথ্য সামনে এসেছে।

Huawei Mate X3 পেল 3C সার্টিফিকেশন

PAL-AL00 মডেল নম্বর যুক্ত হুয়াওয়ে মেট এক্স ৩ এর 3C তালিকাটি প্রকাশ করেছে যে, এর সাথে একটি চার্জিং অ্যাডাপ্টার থাকবে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। তবে এই ৬৬ ওয়াট চার্জারটি ডিভাইসের রিটেইল প্যাকেজে অন্তর্ভুক্ত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তালিকাটি আরও নিশ্চিত করে যে, PAL-AL00 একটি ৪জি এলটিই (4G LTE) ডিভাইস হবে। যেহেতু এটি ইতিমধ্যেই TENAA এবং 3C- দুই কর্তৃপক্ষের থেকেই সার্টিফিকেশন লাভ করেছে, তাই মনে করা হচ্ছে চলতি মাসের প্রথম দিকেই ডিভাইসটি চীনের বাজারে উন্মোচিত হতে পারে।

জানিয়ে রাখি, TENAA- এর সাইটে এখনও Huawei Mate X3-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি উপলব্ধ নেই। তবে, এর প্রাথমিক তালিকা প্রকাশ করে যে, এতে একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে এবং এটি অ্যান্ড্রয়েড ভিত্তিক হারমনিওএস ২.০.১ (HarmonyOS 2.0.1) কাস্টম স্কিনে রান করবে। শোনা যাচ্ছে যে, এটি কিরিন ৯০০০ ৪জি (Kirin 9000 4G) প্রসেসর দ্বারা চালিত হবে, যা গতবছর Huawei Mate X2 ফোল্ডেবল স্মার্টফোনেও ব্যবহার করা হয়েছে। অনুমান করা হচ্ছে যে, আপকামিং ফোল্ডেবল ডিভাইসটি একটি হাই রিফ্রেশ রেট সমৃদ্ধ OLED প্যানেল এবং উন্নত হিঞ্জ বা কব্জা সহ আসবে। তবে এগুলি ছাড়া, Huawei Mate X3-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে এখনও পর্যন্ত জানতে পারা যায়নি।

হুয়াওয়ে মেট এক্স ২-এর স্পেসিফিকেশন (Huawei Mate X2 specifications)

গত বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া ফোল্ডেবল স্মার্টফোন, হুয়াওয়ে মেট এক্স ২-এ একটি ৬.৪ ইঞ্চির OLED কভার ডিসপ্লে রয়েছে যা ১,১৬০ x ২,৭০০ পিক্সেল রেজোলিউশন অফার করে। এর সাথে এই ফোনে ৮ ইঞ্চির একটি ফোল্ডেবল স্ক্রিন আছে, যার রেজোলিউশন ২,২৮০ x ২,৪৮০ পিক্সেল। এই ডিভাইসটি কিরিন ৯০০০ প্রসেসর দ্বারা চালিত এবং এতে ৬ জিবি / ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য, Huawei Mate X2- এর কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১৬ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, ১২ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের টেলিফোটো পেরিস্কোপ স্ন্যাপার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। এছাড়া, এই ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে, একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি যা ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।