ওয়াংখেড়েতে হার্দিককে ট্রোল করলেই ধরবে পুলিশ? স্টেটমেন্ট দিয়ে আসল ব্যাপার জানালো MCA

আইপিএলে (IPL 2024) প্রতি বছর একাধিক বিতর্ক ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সব বিতর্ক আবার হারিয়েও যায়। কিন্তু হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং রোহিত শর্মার (Rohit Sharma) মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সমস্যা যত সময় যাচ্ছে যেন আরও বড়ো হয়ে দেখা দিচ্ছে। এবার ঘরের মাঠে দলটি তাদের আইপিএলের অভিযান শুরু করতে চলেছে। তার আগেই এবার এক অদ্ভুত গুজব সামনে এল।

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাস অন্যতম সফল একটি দল। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের ইতিহাসে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। তবে ২০২৪ আইপিএলের আগে দলের কর্মকর্তারা হার্দিক পান্ডিয়াকে আবারও গুজরাট টাইটান্স থেকে দলে ফিরিয়ে আনার জন্য মাঠে নেমে পড়েন।‌ হার্দিক আবার মুম্বাইয়ে ফিরে এলেও রোহিত শর্মাকে কার্যত দলের নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরেই দলের একাংশ সমর্থকদের এই বিষয়ে ক্ষোভ সামনে আসে। এই বছর আইপিএলের প্রথম ২ ম্যাচেও স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা হার্দিকের উদ্দেশ্যে বিভিন্ন কটাক্ষ মন্তব্য করেন। এবার মুম্বাই নিজেদের ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের যাত্রা শুরু করতে চলেছে।

ফলে তার আগেই মুম্বাই ভক্তদের মধ্যে অন্যরকম উন্মাদনা দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে ঘরের মাঠে হার্দিক আরও বেশি দর্শকদের দ্বারা বিদ্রুপের শিকার হতে চলেছেন। এর সঙ্গেই এবার এক অদ্ভুত গুজব সামনে এল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে ভক্তরা যদি হার্দিক পান্ডিয়ার উদ্দেশ্য খারাপ মন্তব্য করেন তাহলে তাদের মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এই বিভ্রান্তিকর গুজবের বিরুদ্ধে বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, “এমসিএ রোহিতকে সমর্থন করা বা হার্দিকের উদ্দেশ্যে কটাক্ষ মন্তব্য করা নিয়ে কোনো গুজবকে সমর্থন করেনা। তথ্যটি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন এই বিষয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি।”

উল্লেখ্য আগামীকাল অর্থাৎ ১ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। তার আগেই রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে রোহিতকে ভক্তরা উৎসাহের সঙ্গে স্বাগত জানালেও হার্দিক কঠোর নিরাপত্তার মাধ্যমে সকলকে এড়িয়ে গাড়িতে উঠে যান। এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচে গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে। ফলে বর্তমানে দলটি টুর্নামেন্টের পয়েন্ট টেবিল একেবারে নিচে অবস্থান করছে।