স্মার্টফোনের যোগান কমাচ্ছে Xiaomi, Realme, Oppo-র মত চীনা কোম্পানিগুলি, জানুন কারণ

চলতি মাসের গোড়াতেই শোনা গিয়েছিল যে নির্দিষ্ট পরিমাণ স্মার্টফোনের শিপিং করতে গিয়ে চীনা নির্মাতা সংস্থাগুলি বেশ কিছু বাধার মুখে পড়েছে, যার জেরে Xiaomi, Realme-র মত জনপ্রিয় ব্র্যান্ডগুলি এদেশে তাদের স্বাভাবিক শিপমেন্টের পরিমাণ কমাতে বাধ্য হয়েছে। যদিও নানা কারণে এখনো পর্যন্ত ভারতের স্মার্টফোন বাজারে এই ঘটনার জের, টের পাওয়া যায়নি। তবে মাসের শেষ লগ্নে ফের এরকমই একটি খবর সামনে এসেছে, যা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই এদেশের স্মার্টফোনের জোগান কমতে চলেছে। আসলে সাম্প্রতিক রিপোর্ট বলছে, চীনা স্মার্টফোন কোম্পানিগুলি ফের হ্যান্ডসেটের চালানের লক্ষ্যমাত্রা কমিয়েছে এবং এইবার Xiaomi বা Realme-র সাথে যুক্ত হয়েছে Oppo, Honor-এর মত অন্যান্য বড় ব্র্যান্ডগুলিও।

ডিজিটাইমসের প্রতিবেদনে অনুযায়ী, উক্ত ব্র্যান্ডগুলি একাধিক কারণে পুনরায় স্মার্টফোন চালানের পরিমাণ স্বাভাবিকের থেকে কমানোর কথা ভেবেছে। এর মধ্যে প্রয়োজনীয় কম্পোনেন্ট এবং বিশ্বব্যাপী চিপের ঘাটতি জনিত পুরোনো একটি সমস্যাই স্মার্টফোনসহ বিভিন্ন শিল্পকে প্রভাবিত করছে বলে দাবি করা হচ্ছে। অবগতির জন্য বলে রাখি, বিগত কয়েক সপ্তাহ ধরেই বিশ্বের সেমি-কন্ডাক্টরের অভাব দেখা দিয়েছে, যার ফলে অটোমোবাইল, পিসি, হোম অ্যাপ্লায়েন্স এবং অবশ্যই স্মার্টফোনের নির্মাণের ক্ষেত্রে চাপ সৃষ্টি হয়েছে।

তবে সংস্থাগুলির স্মার্টফোন শিপমেন্টের পরিমাণ কমার পেছনে আরো যে কারণটি রয়েছে, তা হল ভারতের বর্তমান মহামারী পরিস্থিতি। আসলে গত বছরের শেষদিক থেকে দেশের স্মার্টফোন বাজার অনেকটা ঝামেলামুক্ত হলেও, করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার সাথে সাথে ফোন কেনার চাহিদা কমছে। এমনকি এই প্রসঙ্গে আইডিসির সিনিয়র রিসার্চ ম্যানেজার কিরণজিৎ কৌর বলেই বসেছেন যে – মানুষ এখন একেবারে প্রয়োজন না হলে তাদের বাড়ির বাইরে বেরোচ্ছেন না বা অত্যাবশকীয় জিনিস ছাড়া কেনাকাটা করছেন না। সেক্ষেত্রে স্মার্টফোন কেনার বিষয়টি মোটেও প্রয়োজনীয় বিষয় বিবেচিত হচ্ছে না। এর ফলে নির্মাতা সংস্থাগুলি তাদের প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা তো স্থগিত রাখছেনই, পাশাপাশি কমছে এগুলির সাপ্লাইয়ের পরিমাণও।

প্রসঙ্গত, ভারতের বাজার – Xiaomi, Realme, Oppo-র মত স্মার্টফোন ব্র্যান্ডের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা আশা করি নতুন করে বলে দিতে হবে না! একইভাবে এই অঞ্চলে বিক্রি কমে গেলে সংস্থাগুলির সামগ্রিক বিক্রয়ের ওপরেও যে প্রভাব পড়বে, এমন সম্ভাবনাও কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায়না। কারণ মাত্র কিছুদিন আগে প্রকাশিত রিপোর্টেই Xiaomi-কে দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডের খেতাব দেওয়া হয়েছে; আবার ভারতের বাজারে জাঁকিয়ে বসেছে Oppo, Realme। সেক্ষেত্রে Realme একটি বিবৃতিতে আত্মবিশ্বাসের সাথে বলেছে যে, বর্তমানে সংস্থার ব্যবসায়িক বিকাশ কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও তারা খুব শীঘ্রই এই অবস্থা কাটিয়ে উঠে উন্নতির মুখ দেখবে…

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন