দ্রুত ফাস্ট চার্জিং সহ আসছে Xiaomi-র এই তিনটি 5G স্মার্টফোন

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা শাওমি (Xiaomi) ২০২১-এর প্রথম ত্রৈমাসিকের মধ্যেই তাদের ঘরেলু মার্কেটে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। যার মধ্যে আছে- Mi 11 সিরিজ এবং Redmi K40 সিরিজের স্মার্টফোন। এই ফোনগুলির কিছু স্পেসিফিকেশন সামনে আসলেও, এদের মডেল নম্বর এখনও নিশ্চিত করা যায়নি। তবে আজ, M2102J2SC, M2012K11AC, এবং M2012K11C মডেল নম্বর সহ শাওমির তিনটি হ্যান্ডসেটকে চীনের 3C সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে দেখা গিয়েছে। তারপরেই এগুলি এমআই ১১, এবং রেডমি কে৪০ সিরিজের স্মার্টফোন হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে।

3C সার্টিফিকেশন অনুযায়ী, M2102J2SC, M2012K11AC, এবং M2012K11C ফোন তিনটি ফাইভ-জি কানেক্টিভিটি সহ আসবে। 3C লিস্টিং থেকে এও জানা গেছে যে, ফোনগুলি খুব সম্ভবত MDY-11-EX 33W (৩৩ ওয়াট) ফাস্ট চার্জারের সাথে শিপিং করা হবে। হ্যান্ডসেটগুলি এখনও অবশ্য TENAA টেলিকম অথোরিটির অনুমোদন পায়নি।

সম্প্রতি বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, শাওমি স্ন্যাপড্রগন ৮৭০ চিপসেটের একটি স্মার্টফোনের ওপর কাজ করছে। M2102J2SC মডেল নম্বরটি আদতে সেই অপরিচিত ডিভাইসের হতে পারে বলে সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে। এছাড়াও গতবছর, CMIT সার্টিফিকেশন সাইট ও বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চে M2012K11C ফোনটিকে স্পট করা হয়েছিল।

গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল, M2012K11C ডিভাইসটিতে ৬ জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড ১১ ওএস, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকবে। এটি রেডমির ফ্ল্যাগশিপ K40 Pro হ্যান্ডসেট বলে জল্পনা ছড়িয়েছে। আবার অনুমান করা হচ্ছে M2012K11AC ফোনটি M2012K11C-এর একটি ভ্যারিয়েন্ট হিসেবে বাজারে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন