OnePlus Pad Go একদিন পরেই সস্তায় লঞ্চ হচ্ছে, 8000mAh ব্যাটারি সহ থাকবে 33W SuperVOOC ফাস্ট চার্জিং

OnePlus Pad Go ট্যাবলেটের সামনে দেখা যাবে ১১.৩৫ ইঞ্চি ডিসপ্লে, যা ২.৪কে রেজোলিউশন ও ৭:৫ অ্যাসপেক্ট রেশিও অফার করবে

OnePlus ভারতে তাদের প্রথম মিড রেঞ্জ অ্যান্ড্রয়েড ট্যাবলেট OnePlus Pad Go লঞ্চ করতে চলেছে। আগামী ৬ অক্টোবর এই ট্যাবের উপর থেকে পর্দা সরানো হবে।‌ তবে লঞ্চের আগে ব্র্যান্ডটি এই ট্যাবলেটের মুখ্য ফিচারগুলি সোশ্যাল মিডিয়ায় টিজ করছে। আজ জানানো হয়েছে যে, OnePlus Pad Go পাওয়ারফুল ৮,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। আর এতে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করবে।

OnePlus Pad Go এর ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পিড জানা গেল

একটি মার্কেটিং পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, আসন্ন‌ ওয়ানপ্লাস প্যাড গো ৮,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে এবং এতে ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া ডিভাইসটি অক্সিজেন ওএস ১৩.১ কাস্টম স্কিনে চলবে, যা অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হবে‌।

এর আগে জানা গিয়েছিল যে, ওয়ানপ্লাস প্যাড গো কোয়াড স্পিকার সেটআপ সহ আসবে। এতে ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট করবে। আবার এই ট্যাবলেটের সামনে দেখা যাবে ১১.৩৫ ইঞ্চি ডিসপ্লে, যা ২.৪কে রেজোলিউশন ও ৭:৫ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। আর এই আপকামিং ট্যাব টিইউভি আইকেয়ার সার্টিফিকেশন সহ আসবে।

এদিকে জানিয়ে রাখি, OnePlus Pad Go ট্যাব এলটিই কানেক্টিভিটির অফার করলেও 5G সাপোর্ট করবে না। আর এটি ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। তবে আশা করা যায় এর আরও কয়েকটি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে।

রিপোর্ট অনুযায়ী, OnePlus Pad Go ট্যাবলেটে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হবে, যার সাথে যুক্ত থাকবে মালি জি৫৭ জিপিইউ। ডিভাইসটি ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে।