পারফরম্যান্সের নিরিখে সবাই কে পরাস্ত করবে Poco X3 Pro, ভারতে আসছে ৩০ মার্চ

Poco X3 Pro আগামী ৩০ মার্চ ভারতে লঞ্চ হবে। যদিও গ্লোবাল মার্কেটে আগামীকাল অর্থাৎ ২২ মার্চ ফোনটি পা রাখতে পারে। আজ Flipkart থেকে এই ফোনটির ভারতে আগমন নিশ্চিত করা হল। জনপ্রিয় ই-কমার্স সাইটটি আজ পোকো এক্স৩ প্রো এর জন্য একটি মাইক্রোসাইট তৈরী করেছে। যদিও সেখানে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো কিছু উল্লেখ নেই। তবে Poco X3 Pro যে এই রেঞ্জের সমস্ত ফোনকে পারফরম্যান্সের নিরিখে পরাস্ত করবে তা মাইক্রোসাইট থেকে স্পষ্ট।

এদিকে Flipkart থেকে কোনো তথ্য সামনে না এলেও গতকাল ভিয়েতনামের রিটেল সাইট, Shopee Vietnam থেকে জানা গেছে পোকো এক্স৩ প্রো এর দাম হবে ৭,৯৯০ মিলিয়ন ভিয়েতনামিজ ডং, যা প্রায় ২৪,৮৫০ টাকা। এই মূল্য রাখা হবে ফোনটির ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের। তবে টিপস্টার Chunvn8888 এর মতে, Poco X3 Pro এর আরেকটি ভ্যারিয়েন্ট থাকবে, যেটি হল ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

ছবি ক্রেডিট -Flipkart

Poco X3 Pro এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

পোকো এক্স৩ প্রো ফোনে থাকবে অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট স্ক্রিন। ফলে প্রয়োজন অনুযায়ী রিফ্রেশ রেট ৫০, ৬০, ৯০ ও ১২০ হার্টজের মধ্যে সুইচ করবে। আবার ফোনটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি সহ আসতে পারে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাস ৬। আবার এই ডিসপ্লে ৪৫০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করবে। এই ফোনের ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল, যার মধ্যে সেলফি ক্যামেরা থাকবে।

Poco X3 Pro ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর সহ লঞ্চ হতে পারে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে দেখা যাবে কোয়াড ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকতে পারে ৫,১৬০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পোকো এক্স৩ প্রো ফ্রস্ট ব্লু, মেটাল ব্রোঞ্জ ও ফ্যান্টম ব্ল্যাক কালারে আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন