Dell আনলো সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ Alienware x15 ও Alienware x17

Dell, তাদের গেমিং ল্যাপটপের পোর্টফোলিওকে আরো সম্প্রসারিত করতে Alienware X সিরিজের অধীনে আরো দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করলো। সংস্থাটি তাদের লেটেস্ট গেমিং ল্যাপটপ Alienware x15 এবং Alienware x17 মডেল দুটিকে অত্যাধুনিক স্পেসিফিকেশন সহ নিয়ে এসেছে। ‘সুপার-স্লিম’ ডিজাইনের সাথে আসা এই ল্যাপটপগুলিতে, 11 তম প্রজন্মের ইন্টেল প্রসেসর, Nvidia RTX 30 সিরিজের জিপিইউ, উন্নত কুলিং সিস্টেম, RGB লাইট, লো-ব্লু লাইট টেকনোলজির মতো নানাবিধ অত্যাধুনিক ফিচার থাকছে। তাহলে চলুন Dell -এর Alienware x15 এবং Alienware x17 গেমিং ল্যাপটপ দুটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Dell Alienware x15 এবং Alienware x17 ল্যাপটপের দাম :

Dell Alienware x15 ল্যাপটপটির এন্ট্রি-লেভেল মডেলটি পাওয়া যাবে 1,999 ডলারে বা আনুমানিক 1,45,724 টাকায়। অন্যদিকে, Alienware x17 ল্যাপটপটির দাম রাখা হয়েছে, 2,099 ডলার বা অনুমানিক 1,53,000 টাকা। আপাততভাবে ল্যাপটপ দুটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হলেও, আশা করা যায় যে খুব শীঘ্রই এগুলিকে ভারতীয় গেমারদের জন্যও উপলব্ধ করা হবে।

Dell Alienware x15 এবং Alienware x17 ল্যাপটপের স্পেসিফিকেশন :

এতদিন যাবৎ, Dell -এর Alienware সিরিজের মডেলগুলির মধ্যে Alienware m17 মডেলটি (17.3 ইঞ্চি ডিসপ্লে) ছিল সর্বাধিক পাতলা ল্যাপটপ, এবং 15 ইঞ্চির ডিসপ্লে সেগমেন্টের ক্ষেত্রে Alienware m15 ল্যাপটপটি ছিল সবথেকে পাতলা। কিন্তু, সদ্য লঞ্চ হওয়া Alienware x15 এবং Alienware x17 মডেল দুটি তাদের আগমনের সাথে, সংস্থার সর্বাধিক ‘স্লিমেস্ট’ ল্যাপটপ হওয়ার শিরোপাকে ছিনিয়ে নিয়েছে। এর মধ্যে Alienware x15 ল্যাপটপটির ডিসপ্লে সাইজ 15 ইঞ্চি এবং Alienware x17 ল্যাপটপটির ডিসপ্লে সাইজ 17 ইঞ্চি।

ডিসপ্লে প্যানেলের কথা বললে, X15 মডেলটিতে, 1080 পিক্সেল রেজুলেশনের সাথে 165 হার্টজ অথবা 360 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি ডিসপ্লে পাওয়া যাবে। অপরদিকে, x17 গেমিং ডিভাইসটির ক্ষেত্রে, দুটি ফুল এইচডি ডিসপ্লে অপশন অথবা 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি UHD (4K) ডিসপ্লে অপশন উপলব্ধ করা হয়েছে। তদুপরি, ইউজারদের চোখ সুরক্ষিত রাখতে, ডিসপ্লেগুলি লো ব্লু লাইট টেকনোলজি সহ এসেছে।

পারফরম্যান্সের দিক থেকে উক্ত গেমিং ল্যাপটপ দুটির ডিভাইস কনফিগারেশন একই প্রকারের। সেক্ষেত্রে, উভয় ল্যাপটপই 11 তম প্রজন্মের Core i7 অথবা Core i9 Tiger Lake-H প্রসেসর দ্বারা চালিত হবে। আর জিপিইউ অপশন হিসাবে পাওয়া যাবে, GeForce RTX 3060, যা কিনা আরো শক্তিশালী GeForce RTX 3080 জিপিইউ ভার্সন পর্যন্ত আপগ্রেড করা যাবে।

এছাড়া, অতিরিক্ত ফিচারের মধ্যে, ল্যাপটপগুলিতে একাধিক RGB লাইটিং অপশন বর্তমান। অন্যদিকে, X17 মডেলটিতে একটি ম্যাকানিক্যাল কীবোর্ড দেওয়া হয়েছে। এতে চেরি এমএক্স সুইচ সহ 3.5 মিমি -এর লো প্রোফাইল রয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, Alienware x সিরিজের এই গেমিং ল্যাপটপগুলির ‘স্লিম’ স্ট্রাকচারের মূল রহস্য হলো এতে থাকা নতুন স্মার্ট কুলিং সিস্টেম। এই দুটি গেমিং ল্যাপটপ, অত্যাধুনিক Element 31 কুলিং টেকনোলজির সাথে কনফিগার হয়ে এসেছে। যা ডিভাইসের থার্মাল পারফরম্যান্সকে আগের থেকেও 25% পর্যন্ত অধিক উন্নত করবে বলে Dell -এর দাবি। এরই সাথে, ডিভাইসকে অতিরিক্ত গরম হওয়ার থেকে বিরত রাখার জন্য এতে, কোয়াড ফ্যানও দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন