ISRO: ভারতের গর্ব মহাকাশে বিস্তৃত! চাঁদকে ৯,০০০-এর বেশিবার প্রদক্ষিণ করল চন্দ্রযান-২

চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে গোটা চন্দ্রপৃষ্ঠ ও দূরতম প্রান্ত পরীক্ষা করার উদ্দেশ্যে ২০১৯-এর ২২ জুলাই চন্দ্রযান-২ (Chandrayaan-2)-এর যাত্রা শুরু হয়েছিল। শুধু ভারত নয়, সারা বিশ্ব বিপুল প্রত্যাশা ও উত্তেজনা নিয়ে তাকিয়ে ছিল এই মিশনটির দিকে। এই অভিযান এখনও পর্যন্ত ৯০ থেকে ৯৫ শতাংশ সফল বলেই দাবি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজেশনের (ISRO)। ইসরো সম্প্রতি জানিয়েছে, ভারতের চন্দ্রযান-২ মহাকাশযান চাঁদের চারপাশে ৯,০০০-এরও বেশিবার প্রদক্ষিণ করতে সক্ষম হয়েছে এবং চন্দ্রযানের অভ্যন্তরীণ ইমেজিং এবং সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলি দুর্দান্ত তথ্য সরবরাহ করছে। নিঃসন্দেহে এই সাফল্য প্রত্যেক ভারতবাসীর কাছেই এক অত্যন্ত গৌরবের বিষয়।

চাঁদের চারপাশে চন্দ্রযান-২-এর দুই বছরের অভিযানের সাফল্যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজেশন Lunar Science Workshop 2021-এর আয়োজন করেছে। উদ্বোধনী ভাষণে ইসরো’র চেয়ারম্যান এবং মহাকাশ বিভাগের (Department of Space বা DoS) সেক্রেটারি কে সিভান (K Sivan) বলেছেন, চন্দ্রযান-২ মহাকাশযানে থাকা আটটি পেলোড চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় চাঁদের রিমোট সেন্সিং এবং ইন-সিটু পর্যবেক্ষণ পরিচালনা করছে। এর পাশাপাশি মহাকাশযানটির ৯,০০০-এরও বেশিবার প্রদক্ষিণ করার কথাও তিনি উল্লেখ করেন। এবং ভবিষ্যতে আরও অনেক অত্যাশ্চর্য এবং উৎসাহজনক খবর প্রেরণ করতে চন্দ্রযান-২ সক্ষম হবে বলেই বিশ্বাস সিভানের।

ইসরো’র অ্যাপেক্স সায়েন্স বোর্ডের চেয়ারম্যান এ এস কিরণ কুমার (A S Kiran Kumar) বলেছেন, চন্দ্রযান-২ স্যাটেলাইটে থাকা ইমেজিং এবং সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলি দুর্দান্ত তথ্য সরবরাহ করছে। তিনি আরও বলেন যে, চন্দ্রযান-২-এর ইনস্ট্রুমেন্টগুলিতে একাধিক অত্যাধুনিক ফিচার থাকায় চন্দ্রযান-১-এর তুলনায় এই অভিযান অনেকাংশে বেশি সফল এবং চন্দ্রযান-১ থেকে প্রাপ্ত তথ্যগুলিকে আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করা সম্ভবপর হচ্ছে।

চন্দ্রযান-২-এর প্রোজেক্ট ডিরেক্টর ভাণীথা এম (Vanitha M) জানিয়েছেন, অরবিটারের সমস্ত সাব-সিস্টেম ভালোভাবে পারফর্ম করছে। এবং আশা করা যাচ্ছে যে, আগামী দিনে এই অভিযান আরও অনেক কার্যকর ও লাভদায়ক তথ্য উদঘাটনে সক্ষম হবে। তিনি এও জানান যে, অরবিটার TMC-2 (Terrain Mapping Camera-2), IIRS (Imaging IR Spectrometer) এবং OHRC (Orbiter High Resolution Camera)-এর ইমেজিং পেলোডগুলি চাঁদের কিছু অত্যাশ্চর্য ও চমকপ্রদ ছবি প্রেরণ করেছে।

Lunar Science Workshop 2021 কীভাবে দেখবেন

ইসরো কর্তৃক আয়োজিত এই দু-দিনের কর্মশালাটি স্পেস এজেন্সির ওয়েবসাইট এবং Facebook পেজে লাইভ স্ট্রিম করা হচ্ছে, যাতে শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলি এই অভিযান সম্পর্কে বিশদে জানতে পারে এবং তার পাশাপাশি বিভিন্ন সায়েন্টিফিক কমিউনিটি এই অভিযান থেকে প্রাপ্ত তথ্যগুলিকে যথাযথভাবে বিশ্লেষণ করতে পারে। চন্দ্রযান-২ মিশন, ট্র্যাকিং, অপারেশন এবং ডেটা আর্কাইভালের বিভিন্ন দিক প্রসঙ্গেও এই কর্মশালায় বক্তৃতা দেওয়া হবে। এছাড়া, লুনার সায়েন্স অর্থাৎ চন্দ্রবিজ্ঞানের উপর ISRO/DoS-এর বিজ্ঞানীদের পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, রুরকির বিজ্ঞানীদের বক্তৃতাও এই কর্মশালায় শোনা যাবে বলে ISRO-র পক্ষ থেকে জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন