গ্লোবাল মার্কেটে আসছে Redmi Note 10T, 5G সাপোর্টের সাথে থাকবে এই ফিচার

গত মার্চে Xiaomi ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল Redmi Note 10 সিরিজ। এই সিরিজের অধীনে Redmi Note 10, Redmi Note 10 5G, Redmi Note 10 Pro, এবং Redmi Note 10 Pro Max ফোনগুলি বাজারে এসেছিল। আবার আজ কোম্পানিটি নিজেদের ঘরের মার্কেটে Redmi Note 10 5G, Redmi Note 10 Pro 5G ফোন দুটি লঞ্চ করেছে। তবে শীঘ্রই শাওমি এই সিরিজের আরও একটি ফোনের ওপর থেকে পর্দা সরাবে। Redmi Note 10T নামের আসন্ন এই ফোনটিকে সম্প্রতি এমআইইউআই গ্লোবাল রম টেস্টিং প্রোগ্রামে (MIUI Global ROM testing program) দেখা গেছে। পাশাপাশি জানা গেছে এই ফোনটি Redmi Note 10 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

আসলে শাওমি কয়েকদিন আগে তাদের ফোরামে (নিচের ছবি দেখুন) এমআইইউআই গ্লোবাল রম টেস্টিং প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য একটি পোস্ট করেছিল। এই পোস্টে রেডমি নোট ১০ ৫জি ফোনের আরেকটি নাম রেডমি নোট ১০টি দেখা গেছে। যেহেতু এই নামে এখনও কোনো স্মার্টফোন বাজারে উপলব্ধ নেই, তাই আশা করা যায় রেডমি নোট ১০টি ফোনটি রেডমি নোট ১০ ৫জি এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে খুব শীঘ্রই লঞ্চ হবে।

Redmi Note 10T (Redmi Note 10 5G) এর স্পেসিফিকেশন

রিব্র্যান্ডেড ভার্সন হওয়ার দরুন, দুটি ফোনের স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্য থাকবে না বলেই মনে হয়। সেক্ষেত্রে Redmi Note 10T ফোনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকতে পারে, যার রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৫০০ নিট। আবার এতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফোনটি ৮ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক MIUI 12 ওএসের সাহায্যে চলতে পারে।

রেডমি নোট ১০টি ফটোগ্রাফির জন্য ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ অফার করতে পারে, যেখানে ২ মেগাপিক্সেলের অন্য দুটি সেন্সর বিদ্যমান হবে। তদুপরি, সেলফি তোলার জন্য থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট শ্যুটার। আবার ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। যার সাথে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য থাকতে পারে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।