বেশি দাম সত্বেও চাহিদা বিপুল, বাংলা নববর্ষ থেকেই Kia EV6 এর বুকিং রি-ওপেন হচ্ছে

আগামী ১৫ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষ শুরুর দিন থেকে কিয়া ইন্ডিয়া (Kia India) ভারতে তাদের বৈদ্যুতিক গাড়ি EV6-এর বুকিং গ্রহণ শুরুর কথা ঘোষণা করল। EV6-এর ২০২৩ মডেলটির (GT Line) দাম ৬০.৯৫ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। এবং টপ-এন্ড মডেল GT Line AWD-এর এক্স-শোরুম মূল্য ৬৫.৭৫ লক্ষ টাকা। এ বছর জানুয়ারিতে EV6-এর দাম ১ লক্ষ টাকা বাড়িয়েছিল দক্ষিণ কোরিয়ার সংস্থাটি।

Kia EV6-এর নয়া ভার্সনের বুকিং শুরু হতে চলেছে

Kia EV6 গাড়িটি ভারতে গত বছর জুনে লঞ্চ হয়েছিল। সংস্থা সূত্রে খবর, গত সাত মাসে এর ৪৩২ ইউনিট মডেল ডেলিভারি দেওয়া হয়েছে। যা নাকি ভারতের বাজারে সংস্থার পূর্বপরিকল্পনার চারগুণ বেশি বিক্রি। কিয়ার বক্তব্য, এবারে এদেশের বাজারের জন্য EV6 মডেলটির জোগান বাড়ানো হবে, যাতে ক্রেতাদের চাহিদা পূরণ করা যায়।

দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ভারতের ১২টি শহরে ১৫টি আউটলেটের সংখ্যা বাড়িয়ে বর্তমানে ৪৪টি শহরে ৬০টি আউটলেটে নিয়ে গিয়েছে। যার প্রতিটিতে ১৫০ কিলোওয়াট হাই-স্পিড চার্জার বসানোর পরিকল্পনা করছে সংস্থা। এই প্রসঙ্গে কিয়া ইন্ডিয়ার এমডি এবং সিইও টে-জিন পার্ক বলেন, “আমরা আমাদের প্রথম বৈদ্যুতিক মডেল EV6-এর প্রতি গ্রাহকদের সাড়া দেখে রোমাঞ্চিত। ডিজাইন এবং টেকনোলজির জন্য লঞ্চের পর থেকে এটি একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছে। বৈদ্যুতায়ন এবং দীর্ঘস্থায়ী পরিবহণের আমাদের প্রতিশ্রুতি হিসেবে EV6 প্রথম বছরেই অন্যতম বেস্ট-সেলিং প্রোডাক্টে পরিণত হয়েছে।”

Kia EV6 ফিচার্স

Kia EV6, হুন্ডাই মোটর গোষ্ঠীর ইলেকট্রিক গ্লোবাল মডিউলার (E-GMP) প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। যা Hyundai Ioniq 5-এও ব্যবহার করা হয়েছে। এদেশে আমদানিকৃত যন্ত্রাংশ জুড়ে তৈরি করা হয় EV6। এতে রয়েছে ডিসি ফাস্ট চার্জিং, ভেইকেল-টু-লোড (V2L) ফাংশনালিটি, একটি ১৪-স্পীকার মেরিডিয়ান সাউন্ড সিস্টেম, অ্যাডাস (ADAS), কানেক্টেড কার টেক, একটি কার্ভ ডিজিটাল কনসোল ও আরও অন্যান্য বৈশিষ্ট্য।

Kia EV6 মোটর ও রেঞ্জ

Kia EV6-এর ২০২৩ মডেলটি একটি সিঙ্গেল পিএমএস ইলেকট্রিক মোটর সমেত আসবে। এর GT Line ভ্যারিয়েন্ট থেকে সর্বোচ্চ ২২৬ বিএইচপি শক্তি এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন হবে। অন্যদিকে GT Line AWD থেকে পাওয়া যাবে ৩২০ বিএইচপি শক্তি এবং ৬০৫ এনএম টর্ক। গাড়িটির প্রিমিয়াম ভ্যারিয়েন্টটি ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ ৫.২ সেকেন্ডে তুলতে সক্ষম।

Kia EV6 সম্পূর্ণ চার্জে ৫০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে বলে দাবি সংস্থার। এতে উপস্থিত একটি ৭৭.৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। গাড়িটি পাঁচটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায় – রানওয়ে রেড, ইয়াচ ব্লু, মুনস্কেপ, অরোরা ব্ল্যাক পার্ল, এবং স্নো হোয়াইট পার্ল। গাড়িটির প্রতিপক্ষ হিসাবে বাজারে রয়েছে Hyundai Ioniq 5, Volvo XC40 Recharge ও BMW i4।